হিজড়ার সঙ্গে ৪ বছর প্রেম, ২ লাখ টাকা নিয়ে উধাও প্রেমিক

181

নিজস্ব প্রতিবেদক: শাহিনুর (৫০) নামের এক হিজড়ার দুই লাখ টাকা চুরি করে পালিয়ে যায় তার প্রেমিক বুলবুল প্রকাশ সুমন (৩৪)। পরে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) নগরের বাটালি হিল এলাকায় এ চুরির ঘটনা ঘটে। একইদিন রাত ১২টার দিকে নগরীর সেগুন বাগান এলাকা থেকে বুলবুলকে আটক করে খুলশি থানা পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে বাজার থেকে ফিরে ঘরের দরজা খোলা ও আসবাবপত্র এলোমেলো পান শাহিনুর হিজড়া। ট্রাংকে তালাবদ্ধ করে রাখা নগদ দুই লাখ টাকাও উধাও।

এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে নগরীর খুলশি থাকায় একটি অভিযোগ দেন তিনি। সেই অভিযোগের দায়িত্ব পান খুলশী থানার এসআই খাজা এনাম এলাহী। পরে অভিযান চালিয়ে ওই হিজড়ার প্রেমিক বুলবুল প্রকাশ সুমনকে নগদ টাকাসহ নগরীর সেগুন বাগান এলাকা থেকে আটক করা হয়।

জানা গেছে, বুলবুলের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়। সেখানে তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। রাজশাহী থেকে চট্টগ্রামে আসলে ২০১৩ সালের দিকে শাহিনুর হিজড়ার সঙ্গে তার পরিচয় হয়। ওই হিজড়ায় বুলবুলের খরচ বহন করতো।

এভাবে ৩-৪ বছর সম্পর্ক চলার পর পারভিন আক্তার নামে একজনের সঙ্গে নতুন করে সম্পর্কে জড়ায় বুলবুল। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শাহিনুর বুলবুলের মুখে ব্লেড দিয়ে আঘাত করে। ফলে তাদের সম্পর্কের অবনতি ঘটে।

পরে বুলবুল খুলশি এলাকার পারভিন আক্তারকে বিয়ে করে খুলশি এলাকায় বসবাস শুরু করে। এভাবে কয়েকবছর চলার পর পুনরায় শাহিনুর হিজড়ার সঙ্গে বুলবুলের যোগাযোগ হয়। নিজ স্ত্রীর কাছে বিভিন্ন অজুহাত দিয়ে বাড়ির বাইরে থাকার নামে বুলবুল পুনরায় ওই হিজড়ার সঙ্গে থাকা শুরু করে।

এদিকে গত ১২ সেপ্টেম্বরের দিকে বুলবুল রাজমিস্ত্রীর জোগালের কাজে বান্দরবানে যাওয়ার অজুহাতে শাহিনুর হিজড়ার সঙ্গে প্রায় ১৭ দিনের মতো একসঙ্গে থাকে।

এমতাবস্থায় গত কয়েকদিন আগে শাহিনুর বুলবুলকে নগদ দুই লাখ টাকা গুণতে বলে। পরে বুলবুলের সামনেই একটি ট্রাংকে এই টাকা তালাবদ্ধ করে রাখেন শাহিনুর। পরে সুযোগ বুঝে তালা ভেঙ্গে টাকা নিয়ে পালিয়ে যায় বুলবুল।

খুলশী থানার এসআই খাজা এনাম এলাহি বলেন, শাহিনুর (৫০) নামের এক হিজড়ার দুই লাখ টাকা চুরি করে পালিয়ে যায় তার প্রেমিক বুলবুল প্রকাশ সুমন (৩৪)। পরে অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসএস/এমএইচ/বাংলাবার্তা