Sunday, November 16, 2025
Homeবিভাগচট্টগ্রামহাটহাজারী ইউএনও এর উদ্যোগে 'হালদা চত্বর' নির্মাণ

হাটহাজারী ইউএনও এর উদ্যোগে ‘হালদা চত্বর’ নির্মাণ

নিজস্ব প্রতিবেদক:

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল আমিনের উদ্যোগে গড়দুয়ারা ইউনিয়নের হালদা নদীর নয়াহাট কুমের (নদীর বাঁক) হালদা নদীর পাড়ে হালদা চত্বর (বসার স্থান) নির্মাণ করা হয়েছে।

শুক্রবার(২৫ জুন) সকাল ১১ টায় নয়াহাট এলাকার হালদা পাড়ে সংবাদকর্মীদের নিয়ে চা চক্রে মিলিত হয়ে হালদা চত্ত্বরের শুভ উদ্ধোধন করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল আমিন।

প্রতি বছর নদীতে মা মাছ ডিম দেওয়ার খবর পেয়ে সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহ করতে আসেন,এছাড়াও আসেন হালদা গবেষক, আসেন বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা,বিভিন্ন সময়ে আসে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা,এর বাইরেও আসেন ভি আই পি ব্যক্তিবর্গ অথচ হালদা পাড়ে সুনির্দিষ্ট কোনো বসার স্থান বা ঠিকানা ছিল না এসব ব্যক্তিবর্গের কিংবা সরকারি দপ্তরের যেসকল কর্মকর্তারা হালদা পরিদর্শনে আসেন তাদের।

উল্লেখ্য, সংবাদ সংগ্রহ করতে এসে সংবাদকর্মীরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেন কিন্তু তাদেরও বসার কোন ব্যবস্থা ছিল না। গত দুই বছর তা দেখে হালদা পাড়ের নয়াহাট কুম এলাকায় সন্দুর মনোমুগ্ধকর হালদা চত্বর নির্মান করা হয়েছে।এ চত্বরে বসে সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহ করতে পারবেন পাশাপাশি শুধুমাত্র হালদা নদী সংক্রান্ত যে কোন সভা করতে পারবেন।যেখানে এক সাথে কমপক্ষে ৩০-৪০ জন বসে শুধুমাত্র হালদা সম্পর্কিত সভা/বৈঠক করতে পারবেন।

এসএস/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments