পুসাকের নেতৃত্বে ইমতিয়াজ, সুমন

নিজস্ব প্রতিবেদক:

নোয়াখালীর কবিরহাট উপজেলার অরাজনৈতিক সংগঠন ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব কবিরহাট’র (পুসাক) ২০২১-২২ বর্ষের নতুন কমিটি ঘোষণা করেছে সংগঠনটি। এতে সভাপতি পদে ইমতিয়াজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে নুর আলম সুমন মনোনীত হয়েছেন।

শনিবার (২৪ জুলাই) রাতে সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যদের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন: সহসভাপতি আব্দুর রহমান, মোহাম্মদ আজহার। যুগ্ম সাধারণ সম্পাদক নুর ইসলাম ইমরান। সাংগঠনিক সম্পাদক মাহি জাহিন চৌধুরী। যুগ্ম সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, ইরফান উদ্দিন সিদ্দিকী। অর্থ সম্পাদক সাহেদুল হাসান হৃদয়। যুগ্ম অর্থ সম্পাদক মাহমুদুল হাসান আবেদ। সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল কাদের। অফিস সম্পাদক নাজমুল হাসান আকাশ। তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক তানভীর রেদওয়ান। ক্যারিয়ার উন্নয়ন ও বিনোদন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মাদানি।

এসময় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা হোসাইন মোহাম্মদ রেজা (মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম)। এছাড়া নতুন কমিটির অনুমোদন করেন সদ্য সাবেক সভাপতি নুর মোহাম্মদ মিলন ও সাধারণ সম্পাদক আসিফুল হাসান।

এমএইচ/বাংলাবার্তা