Sunday, November 16, 2025
Homeবিভাগচট্টগ্রামবঙ্গবন্ধুর খুনিরা এখনো সক্রিয়ঃআ.জ.ম নাসির

বঙ্গবন্ধুর খুনিরা এখনো সক্রিয়ঃআ.জ.ম নাসির

নিজস্ব প্রতিবেদকঃ

”বঙ্গবন্ধুর খুনিরা এখনো সক্রিয় আছে। তাই গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থে সবাইকে সজাগ থাকা থাকতে হবে ।”

শেখ জামাল স্মৃতি পরিষদের উদ্যেগে রামপুর ওয়ার্ডের একটি কমিউনিটি সেন্টারে ‘ বাংলাদেশের গণতন্ত্র ও গন্তব্য’ শীর্ষক এক আলোচনা সভায় একথা বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন ।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর আদর্শের উত্তরাধিকারদের পাড়ায় পাড়ায় মাদক জঙ্গিবাদবিরোধী দুর্গ গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট এবং ২১ আগস্টের শহীদদের প্রকৃত শ্রদ্ধা জানাতে হলে ‘বিভক্তি নয় ঐক্য’র পথই শ্রেয় ।‘আওয়ামী লীগের কর্মীসহ বঙ্গবন্ধুর অনুসারীদের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অধিকতর বিশ্বস্ততা ও গ্রহণযোগ্যতা অর্জনে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।

বঙ্গবন্ধুর সৈনিকদের যে কোন প্রকার হীনমন্যতা থেকে নিজেদের বিরত রাখতে হবে। মানুষের পাশে থাকতে হবে ।মানুষের জন্য যারা নিবেদিত তাঁদের পাশেও থাকতে হবে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত পথেই চলতে হবে।

পরে প্রধান আলোচকের বক্তব্যে পেশাজীবী নেতা ও চট্টগ্রাম নাগরিক উদ্যোগের আহবায়ক রিয়াজ হায়দার চৌধুরী আয়োজক সংগঠন শেখ জামাল স্মৃতি পরিষদের উদ্যোগের লক্ষ্যমাত্রা তুলে ধরে বঙ্গবন্ধুসহ শহীদদের স্মরণ করে বলেন , শেখ জামাল নিছক রাজনীতিবিদের সন্তান নন।
তিনি একজন সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসারও। তাঁর হত্যাকাণ্ডের বিচারও সামরিক আদালতে হওয়া যৌক্তিক । তিনি বঙ্গবন্ধুর আদর্শের উত্তরাধিকারদের দেশ নিয়ে ষড়যন্ত্রকারীদের মোকাবেলার চ্যালেঞ্জ গ্রহণের আহ্বান জানান।

এসময় পরে আলোচনা শেষে প্রধান অতিথি আ জ ম নাছির উদ্দিন স্থানীয় নিঃস্ব মানুষের মাঝে খাবার বিতরণ করেন ।

‘বাংলাদেশের গণতন্ত্র ও গন্তব্য ‘ শীর্ষক আলোচনা সভায় বক্তব্যকালে প্রধান অতিথি সদ্য সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, প্রধান আলোচক বিএফইউজে সহসভাপতি রিয়াজ
হায়দার চৌধুরী, বিশেষ অতিথি সাবেক কাউন্সিলর এরশাদ উল্লাহ ও মহানগর পুজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সাবেক সাধারণ সম্পাদক সুমন দেবনাথ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments