Sunday, November 16, 2025
Homeবিভাগচট্টগ্রামমুক্তিযোদ্ধাদের উপর এমপি মোস্তাফিজ বাহিনীর হামলার প্রতিবাদ আখতারুজ্জামান ছাত্র পরিষদের

মুক্তিযোদ্ধাদের উপর এমপি মোস্তাফিজ বাহিনীর হামলার প্রতিবাদ আখতারুজ্জামান ছাত্র পরিষদের

নিজস্ব প্রতিবেদকঃ
 
চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে চট্টগ্রাম মুক্তিযোদ্ধা কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড সহ আওয়ামী পরিবার আয়োজিত অবস্থান কর্মসূচীতে বাঁশখালীর বহুল বিতর্কিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের সমর্থকদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে আখতারুজ্জামান চৌধুরী বাবু চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন কর্ণফুলী উপজেলা আখতারুজ্জামান চৌধুরী বাবু ছাত্র পরিষদ ৷
 
এসময় বক্তারা মোস্তাফিজকে সংসদ থেকে বহিষ্কার করে আইনের আওতায় আনার জোর দাবী জানান ৷
 
এসময় প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বড়উঠান ইউনিয়ন যুবলীগ আহবায়ক বাহাদুর, চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগ সহসভাপতি শফিউল আলম, জেলা ছাত্রলীগ নেতা রমিজ উদ্দীন কানন, উপজেলা ছাত্রলীগ নেতা উমর উদ্দীন, মোঃ জামাল , আরমান হায়দার, আবির, দক্ষিণ জেলা আখতারুজ্জামান চৌং বাবু ছাত্র পরিষদ সাধারণ সম্পাদক জয় সরকার, সাংগঠনিক সম্পাদক সাকিব, উপজেলা ছাত্র পরিষদ সভাপতি মোস্তফা শাকিল, সাধারন সম্পাদক মঈনুদ্দিন, রকিব, ইমরান, মুরাদ , জুলিয়ান ডি রুজা প্রমুখ।
 
উল্লেখ্য, গেরিলা মুক্তিযোদ্ধা মৌলভী সৈয়দের ছোট ভাই মুক্তিযোদ্ধা ডাঃ আলী আশরাফকে গার্ড অব অনার না দেওয়া এবং মুক্তিযুদ্ধ নিয়ে মোস্তাফিজের কটুক্তির প্রতিবাদে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড আয়োজিত কর্মসূচীতে হামলা চালায় সাংসদ মোস্তফিজের অনুসারীরা ৷
এতে মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, আবু তাহের, আজিমুল ইসলাম, সাংবাদিক চৌধুরী ফরিদ, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আবু সাদাত মোঃ সায়েম সহ প্রায় ২০ জন গুরুতর হন ৷
 
এসএইচ/এফএম/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments