নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত মহেশখালী উপজেলার শিক্ষার্থীদের নিয়ে ‘মহেশখালী স্টুডেন্টস্ এ্যাসোসিয়েশন’ এর কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন শাকের মুশফিক জনি ও সাধারণ সম্পাদক জিদান মোহাম্মদ বাপ্পী।
শনিবার (১৩ মে) সংগঠনের প্রধান উপদেষ্টা মাহির মুহাম্মদ মাহফুজের পরামর্শক্রমে এবং প্রাক্তন সভাপতি খায়রুল আমিন ও সাধারণ সম্পাদক সোহেল তানবির নিহালের অনুমোদনে গঠিত নতুন কমিটির বিষয়টি জানা যায়।
নবগঠিত কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে আছেন তৌসিফ বিন আনোয়ার তামিম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ মোসলেম উদ্দিন।
এছাড়া কমিটির উপদেষ্টামণ্ডলীর মধ্যে আছেন মোহাম্মদ ফয়সাল মাহবুব, আবুল মনসুর আবেদীন, সালাউদ্দিন কাদের রনি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কেন্দ্রিক মহেশখালী উপজেলা হতে আগত ভর্তি-ইচ্ছু শিক্ষার্থীদের বিভিন্ন সহায়তা প্রদান, বিভিন্ন সামাজিক ও শিক্ষার্থীদের উন্নয়নমূলক কার্যক্রম এই কমিটির পক্ষ থেকে পরিচালনা করা হবে বলে জানা যায়।