Thursday, November 13, 2025
Homeবিভাগচট্টগ্রামচবির বরিশাল বিভাগীয় ছাত্র সমিতির নেতৃত্বে রোমান-সোহেল

চবির বরিশাল বিভাগীয় ছাত্র সমিতির নেতৃত্বে রোমান-সোহেল

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বরিশাল বিভাগীয় ছাত্র সমিতির কার্যনির্বাহী কমিটি-২০২৩ গঠিত হয়েছে। সমিতির শিক্ষক উপদেষ্টা ও ছাত্র উপদেষ্টাদের সিদ্ধান্তে সভাপতি নির্বাচিত হয়েছেন ওয়াসিম শেখ রোমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবদুর রহিম সোহেল।

বৃহস্পতিবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের জাদুঘর চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- সমিতির শিক্ষক উপদেষ্টা ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহসানুল কবির পলাশ, সাবেক সভাপতি ও ছাত্র উপদেষ্টা সৈয়দ আমিন হোসেন, ছাত্র উপদেষ্টা কাজী মাহমুদ হাসান অয়ন, ছাত্র উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক এম.এম.এইচ. হৃদয়, বিদায়ী সভাপতি মোহাম্মদ শাওন হোসেন। এছাড়াও অনলাইনে যুক্ত ছিলেন সমিতির উপদেষ্টা ও চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ও বিদায়ী সাধারণ সম্পাদক কাজী আশিকুর রহমান।

নির্বাচিত সভাপতি ওয়াসিম শেখ রোমান বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক আবদুর রহিম সোহেল ২০১৭-১৮ সেশনের ইতিহাস বিভাগের শিক্ষার্থী।

নব নির্বাচিত সভাপতি ওয়াসিম শেখ রোমান বলেন, ‘বরিশাল বিভাগীয় ছাত্র সমিতির’ সবাই আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেগুলো পূরণ করাই আমার প্রধান কাজ। নিজের দায়িত্ববোধের জায়গা থেকে আমি শতভাগ চেষ্টা করবো আমাদের এসোসিয়েশনকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে। শিক্ষার্থীবান্ধব এসোসিয়েশন হিসেবে বরিশাল বিভাগীয় ছাত্র সমিতিকে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

নব নির্বাচিত সাধারণ সম্পাদক আবদুর রহিম সোহেল বলেন, বরিশাল বিভাগীয় ছাত্র সমিতি আমার কাছে সাবেক ও বর্তমান সদস্যগণের আমানত। আমাদের লালিত স্বপ্ন। আমি সকলকে সাথে নিয়ে এই লালিত স্বপ্নের বাস্তবায়ন করতে চাই।’

উল্লেখ্য, ১৯৮৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বরিশালের শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে। পাশাপাশি ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করে ক্যাম্পেইন চালিয়ে আসছে সংগঠনটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments