Thursday, November 13, 2025
Homeশিক্ষাক্যাম্পাসচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাইক্লিস্টস এর বৈশাখী রাইড

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাইক্লিস্টস এর বৈশাখী রাইড

নিজস্ব প্রতিবেদক: ‘নব আনন্দে জাগো সত্য সুন্দর’ প্রতিপাদ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সাইক্লিস্টস এর বৈশাখী রাইড অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠান উদ্বোধন করেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে। সংগঠনের উপদেষ্টা ড. মাখন চন্দ্র রায়ের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বক্তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বৈচিত্র্যময় সবুজ ক্যাম্পাসে সাইক্লিংয়ের সম্ভাবনা, সামাজিক ও পরিবেশগত তাৎপর্য তুলে ধরেন।

এদিন মো. রাইসুল ইসলামকে সভাপতি ও উম্মুল আখয়ারকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে ছাত্রছাত্রী পরামর্শ কেন্দ্রের পরিচালক ড. আব্দুল্লাহ মামুন, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. সজীব কুমার ঘোষ, সহকারী প্রক্টর অরুপ বড়ুয়াসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এডভেঞ্চার ক্লাব, ক্যারিয়ার ক্লাব, উদ্দীপ্ত বাংলাদেশের প্রতিনিধিসহ সাইক্লিস্টরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাইক্লিস্টস ২০১৭ সাল থেকে ক্যাম্পাসে তাদের কার্যক্রম চালিয়ে আসছে। নিয়মিত সাপ্তাহিক রাইড, লং রাইড, ক্রসকান্ট্রি রাইড, বিশেষ দিবসের রাইড, বিগিনার’স লেসন সহ বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

বৈশাখী রাইডে অংশগ্রহণ করে অর্ধশত সাইক্লিস্ট  সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মাধ্য দিয়ে দিনের কার্যক্রম শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments