নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকায় সিলিন্ডারের টেপ থেকে বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচটি টিনসেটের ঘর আগুনে ভস্মিভূত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকাল পৌনে এগারটার দিকে এনায়েত বাজার মহিলা কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, আগুনে ২ লাখ টাকার ক্ষয়ক্ষতিসহ সেখান থেকে প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। আগুন লাগার খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনা চেষ্টা চালানো হয়। আধাঘন্টা যাবৎ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কিন্তু এর পূর্বেই ৫ টি বসতঘর পুড়ে যায়।’
এমএম/এফএম/বাংলাবার্তা