‘উন্নয়নের পরিকল্পনা করতে হবে পরিবেশের ক্ষতি না করে’

চুয়েট প্রতিনিধি: শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী এনার্জি সেক্টরকে এগিয়ে নিতে নবায়নযোগ্য শক্তির প্রতি গুরুত্ব দিচ্ছেন। জলবায়ু পরিবর্তন ইস্যু এবং নবায়নযোগ্য শক্তি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তাঁর কুটনৈতিক অবস্থান প্রশংসনীয়। আমাদের প্রাকৃতিক সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। তা সত্ত্বেও সীমিত সম্পদের মাধ্যমে উৎপাদন ও উন্নয়ন কার্যক্রমে পরিবেশ দূষণ ও কার্বন নিঃসরণের পরিমাণ কমাতে হবে। পানি ও বায়ুর দূষণ প্রতিরোধ করতে হবে। টেকসই উন্নয়নের ক্ষেত্রে পরিবেশের ক্ষতি যথাসম্ভব কমিয়ে পরিকল্পনা সাজাতে হবে।

রবিবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) যন্ত্রকৌশল বিভাগের তিন দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

শিক্ষা উপমন্ত্রী বলেন, ক্রমবর্ধমান বিদ্যুত ও জ্বালানির চাহিদা মেটাতে নবায়নযোগ্য শক্তি খাতে গবেষণা আরও বাড়ানো দরকার। এ ধরনের আন্তর্জাতিক কনফারেন্সগুলোতে সাধারণত গবেষণালব্ধ ফলাফল শেয়ার হয়। এই কনফারেরেন্সে যন্ত্রকৌশল ও নবায়নযোগ্য শক্তি খাতে বিশ্বের সর্বশেষ অগ্রগতি ও গবেষণা নিয়ে তথ্য বিনিময় হবে। যা আমাদের নীতিনির্ধারণ পর্যায়ে সহযোগিতা করবে বলে বিশ্বাস করি।

ষষ্ঠ বারের মত যন্ত্রকৌশল ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে আন্তর্জাতিক এ কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক এবং কনফারেন্স চেয়ার অধ্যাপক ড. সজল চন্দ্র বনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কনফারেন্স সেক্রেটারি ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মোস্তফা কামাল ভূঞা।

যন্ত্রকৌশল বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী ওয়াসিফ সাদমান তানিম ও শায়লা শাহরিন স্নিগ্ধার যৌথ সঞ্চালনায় কনফারেন্সে মূল প্রবন্ধ উপস্থাপকদের হতে বক্তব্য রাখেন জাপানের হোক্কাইডো ইউনিভার্সিটির এমিরেটাস প্রফেসর ড. তাকেমি চিকাহিসা এবং মিশরের কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর আহমাদ এফ. এলসাপটি।

বিশেষ অতিথির বক্তব্যে চুয়েট উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, এই ধরনের আন্তর্জাতিক কনফারেন্স দেশি-বিদেশি স্কলার, প্রফেশনাল্স ও একাডেমিশিয়ানদের মধ্যে গবেষণা ও জ্ঞান বিনিময়ের সুযোগ করে দেয়। বিভিন্ন রিসার্চ গ্রুপ ও দেশি-বিদেশি প্রতিষ্ঠানের সাথে বিশ্ববিদ্যালয়ের একটি একাডেমিক কোলাবোরেশনের ক্ষেত্র তৈরি হয়। বর্তমান সরকারের ভিশন-২০২১ ও ভিশন-২০৪১ বাস্তবায়নে এবং রিনিউয়েবল এনার্জি সেক্টরে বাংলাদেশের চলমান অগগ্রতিতে এই কনফারেন্সে উপস্থাপিত গবেষণা প্রবন্ধগুলো ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।

এবারের কনফারেন্সে বাংলাদেশ ছাড়াও আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, ভারত, মালয়েশিয়াসহ বিশ্বের ১০টি দেশ থেকে আগত যন্ত্রকৌশল বিষয়ের অন্তত দুই শতাধিক শিক্ষক, গবেষক, বিজ্ঞানী, প্রফেশনাল এবং উদ্যোক্তাগণ অংশ নিচ্ছেন। উক্ত কনফারেন্সে যন্ত্রকৌশল বিষয়ের পাশাপাশি বর্তমান বিশ্বের আলোচিত ইস্যু নবায়নযোগ্য জ্বালানি ও টেকসই উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ গবেষণা প্রবন্ধসমূহ উপস্থাপিত হচ্ছে। এবারের কনফারেন্সে ১৫টি টেকনিক্যাল সেশনে মোট ১৪৬টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে। এছাড়াও ৮টি কী-নোট এবং একটি ইন্ডাস্ট্রিয়াল টক উপস্থাপিত হবে। এ উপলক্ষ্যে আগামীকাল ১৩ ডিসেম্বর (সোমবার) তারিখ সন্ধ্যা ০৬.৩০ ঘটিকায় যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে কনফারেন্সের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সম্মানিত সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর। উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি)-এর যন্ত্রকৌশল শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসির উদ্দিন। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ICMERE-২০২১ এর টেকনিক্যাল কমিটির চেয়ার অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ।

এমডি/বাংলাবার্তা