
চবি প্রতিনিধিঃ
চসিক নৌকা প্রতীকের মেয়রপ্রার্থীর সাথে চবি ছাত্রলীগের মত বিনিময় সভা
আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বাংলাদেশ আওয়ামিলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়রপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউল করিমের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷
বেলা ১১ টার দিকে বহদ্দারহাটস্থ বাসস্থানে চবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়৷
সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়ো টেকনোলজি ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক বাংলাদেশ আওয়ামিলীগ বন ও পরিবেশ বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য ডা. লায়লা খালেদা, কম্পিউটার সাইন্স ডিপার্ট্মেন্টের সহযোগী অধ্যাপক বাংলাদেশ আওয়ামিলীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য রেজাউল করিম, সাবেক ছাত্রলীগ নেত্রী ও বাংলাদেশ আওয়ামিলীগ বন ও পরিবেশ বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য সাবরিনা চৌধুরী উপস্থিত ছিলেন৷
মত বিনিময় সভায় মেয়রপ্রার্থী রেজাউল করিম বলেন, পুরো চট্টগ্রাম জুড়ে নৌকার যে জোয়ার বয়ে যাচ্ছে আগামী ২৭ তারিখ জনগন নৌকার পক্ষে ভোট দিয়ে প্রমাণ করে দিবে। জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়ন পুরো দেশ জুড়ে সেই ধারাবাহিকতা অব্যাহত ও চট্টগ্রাম কে একটি আধুনিক উন্নত শহর গড়ে তুলতে দলমত নির্বিশেষে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করবে সেই প্রত্যাশা ব্যক্ত রাখি। নির্বাচনকে ঘিরে যারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় তাদের প্রতিহত করা আমাদের দায়িত্ব আপনাদের দায়িত্ব, জনগনকে সাথে নিয়ে আমরা দুষ্কৃতিকারী সন্ত্রাস, ও জঙ্গীবাদের বিরুদ্ধে সবসময় মাঠে আছি। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা আপনাদের ধন্যবাদ, আপনারা নৌকার জন্য কাজ করে যান।
চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ভাইয়ের নির্দেশে চট্টলার অলিতে গলিতে প্রতিটি ওয়ার্ডে প্রতিটি পাড়ায় আমরা সর্বদা নৌকার জন্য কাজ করে যাব। সকল প্রকার অশুভ শক্তি, দুষ্কৃতিকারী, জঙ্গিবাদের বিরুদ্ধে সর্বদা রাজপথে সোচ্চার থেকে আমরা নৌকার জয়ের জন্য কাজ করে যাব৷ নৌকার প্রার্থীর ব্যাপারে আমরা সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ ।
চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, নৌকার জয়ের জন্য আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সর্বদা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাব। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য বাংলাদেশ আওয়ামিলীগ মনোনীত প্রার্থীর জন্য যেকোন প্রকার নাশকতা মোকাবেলায় নেতাকর্মীদের সাথে নিয়ে মাঠে কাজ করে যাব।
এ সময় উপস্তহিত ছিলেন চবি ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব পরশ,সাবেক সদস্য তারিক মিজু, খন্দকার রফিক,আব্দুল্লাহ আল নাহিয়ান রাফি, শ্রাবণ মিজান,শিমুল বিশ্বাস,ইমরান আহমেদ, সাজেদুল ইসলামসহ শতাধিক নেতাকর্মী ।
এফএম/এসএস