গর্ভের সন্তান বেচাকেনা!

107
নিজস্ব প্রতিবেদনঃ
 
রাজশাহী রেলস্টেশনের গণশৌচাগারের পেছনের ফাঁকা জায়গার নির্জনতা ঘিরেই কিশোরীর কথিত সংসার। গর্ভে বেড়ে উঠছে শিশু। তবে ওই শিশুর বাবার নাম জানে না সে। ভূমিষ্ঠ না হতেই এরই মধ্যে পেটের শিশুকে বিক্রি করে দিয়েছে ওই কিশোরী।
 
এক নিঃসন্তান দম্পতি ১০ হাজার টাকায় এই সন্তান কিনে নিয়েছেন। এখন প্রতিদিন সন্তানসম্ভবা কিশোরীকে তিন বেলা খাবার পৌঁছে দেওয়া হয়। সন্তান ভূমিষ্ঠের পর কিশোরী পাবে নগদ ১০ হাজার টাকা!
 
এভাবেই চলছে গর্ভের সন্তান বেচাকেনা। তবে দাম নির্ধারণ হয়ে থাকে লিঙ্গভেদে। মেয়ে হলে কম আর ছেলে হলে বেশি দাম।
এফএম/বাংলাবার্তা