Sunday, November 16, 2025
Homeপ্রচ্ছদবাংলাদেশ কম্পিউটার সোসাইটির নির্বাচন ১৮ ডিসেম্বর

বাংলাদেশ কম্পিউটার সোসাইটির নির্বাচন ১৮ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৮ ডিসেম্বর। এতে বিভিন্ন পদে ৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আগামী ১৮ ডিসেম্বর সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বাংলাদেশ কম্পিউটার সোসাইটির নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

জানা যায়, বাংলাদেশ কম্পিউটার সোসাইটির নির্বাচনে গত ২০ ও ২১ নভেম্বর মনোনয়ন পত্র বিতরণ ও গ্রহনের দিন ধার্য করা হয়। এতে ড. শরীফ-জেহাদ প্যানেল ও ড. হাসান বাবু-তমিজ প্যানেল এবং কাউন্সিলররা মনোনয়ন জমা দেন। এতে সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ৭ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ৯ জন, ট্রেজেরার পদে ২ জন এবং কাউন্সিলর পদে ৪৫ জন মনোনয়নপত্র দাখিল করেন। প্রধান নির্বাচন কমিশনার বুয়েটের আইআইসিটির এর পরিচালক ড. সাইফুল ইসলাম, নির্বাচন কমিশনার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. একেএম ফজলুল হক, ঢাকা ওয়াসার সিনিয়র এনালিস্ট মো দেলোয়ার হোসেন এর সমন্বয়ে গঠিত নির্বাচন পরিচালনা কমিটি মনোনয়নপত্র যাচাই-বাছাই করে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেন।

আরও জানা যায়, এতে সভাপতি পদে ড. শরীফ-জেহাদ প্যানেলের জাহাঙ্গীরনগররঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক ড. শরিফ উদ্দিন এবং সহ-সভাপতি (একাডেমিক) পদে ইউআইই এর সিএসই বিভাগের অধ্যাপক ডক্টর নুরুল হুদা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন(সরকারীভাবে ঘোষণা হবে ১৮ই ডিসেম্বর )।

এছাড়া ড. শরীফ-জেহাদ প্যানেলের সাধারণ সম্পাদক পদে রূপালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আব্দুর রহমান খান জেহাদ , সহ-সভাপতি (এডমিন) পদে ইঞ্জিনিয়ার নিয়াজ উদ্দিন এবং সহ-সভাপতি (ফাইনান্স) পদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম , যুগ্মসাধারণ সম্পাদক পদে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক ফরাস জামান চৌধুরী, অর্থ মন্ত্রণালয়ের পরামর্শ নজরুল ইসলাম ভূঁইয়া, যমুনা ব্যাংকের মো. শাহরিয়ার হোসেন খান , ট্রেজারার পদে ডঃ জিয়াউল ইসলাম এছাড়া ড: হাসান বাবু-তমিজ প্যানেলের তমিজ উদ্দিন আহাম্মেদ, এসকে মো. জামিনুর রহমান , নাসিম আক্তার, মোহাম্মদ হামিদ হাসান প্রধান, মোহাম্মদ নূরুল ইসলাম মজুমদার, মো. হাসান হাবিব ,কাজী মোঃ মাহবুবুল হক প্রতিদ্বন্দ্বিতা করবেন।

 

এসএস/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments