অনলাইনে ‘কানাইঘাটের কথা’ ফটোগ্রাফি প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক:
 
‘ছবিতে কানাইঘাট’ শিরোনামে অনলাইনে ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করেছে “কানাইঘাটের কথা”।
সিলেটের কানাইঘাট উপজেলার পেশাদার বা অপেশাদার যে কেউ ইচ্ছা করলেই এই প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারবেন।
অংশগ্রহনকারীদের মধ্য থেকে প্রাথমিকভাবে বাছাইকৃত সেরা ১০ ছবি ‘কানাইঘাটের কথা” ফেইসবুক পেইজ থেকে আপলোড করা হবে। যেখানে পাঠকের লাইক, কমেন্ট এবং শেয়ার চূড়ান্ত নির্বাচনের জন্য বিবেচনায় রাখা হবে।
 
প্রতিযোগিতায় নির্বাচিত প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানকারীকে নগদ অর্থ এবং অনলাইন সার্টিফিকেট প্রদান করা হবে। ছবি জমা দেয়ার শেষ সময় আগামী ১৫ জুলাই।
 
এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দেশের শীর্ষ দৈনিক “রাইজিংবিডি” এবং “বাংলাবার্তা২৪.কম.বিডি“। এছাড়াও ইভেন্ট পার্টনার হিসেবে রয়েছে “দোঁআশ“।
অংশগ্রহনকারীরা তাদের সেরা ২টি ছবি এবং তাদের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ কানাইঘাটের কথা ফেইসবুক পেইজের ইনবক্স অথবা ই-মেইলের মাধ্যমে জমা দিতে হবে। বিস্তারিত জানতে পেইজের ইনবক্সে যোগাযোগ করতে পারেন।

এমডি/এমএইচ/বাংলাবার্তা