আলোর মশাল হাতে পথ চলা শুরু পুটিবিলা স্টুডেন্টস ইউনিটির

98

নিজস্ব প্রতিবেদকঃ

একটি সুশিক্ষিত ও সুন্দর সমাজ বিনির্মাণে সৎ, দক্ষ, দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলে, এমন একটি আদর্শ ছাত্রসমাজ প্রতিষ্ঠা করা,যারা দল-মত, ধর্ম নির্বিশেষে, রাজনৈতিক মতাদর্শের উর্ধ্বে সমাজকে এগিয়ে নিতে দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার লক্ষ্যে আবির্ভূত হয় পুটিবিলা স্টুডেন্টস ইউনিটি।

এলাকার শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের মতামত, আর্থিক ও পরামর্শমূলক সহযোগিতায় এ সংগঠন যাত্রা শুরু করে।

কোনো প্রেসিডেন্ট কিংবা সেক্রেটারি নেই, সংগঠণের সাথে সংশ্লিষ্ট প্রতিটি সদস্যের সমান অধিকারের ভিত্তিতে এলাকার শিক্ষা, চিকিৎসা, ও সার্বিক উন্নয়নকে সামনে রেখে সম্পূর্ণ স্বতন্ত্র অরাজনৈতিক ছাত্রসংগঠন আত্নপ্রকাশ করেছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নে।

এতে ন্যূনতম এইচ.এস.সি. উত্তীর্ণ ছাত্রদের সমন্বয়ে শিক্ষা, চিকিৎসা সর্বোপরি সমাজকল্যাণমূলক কাজ করবে আলাদা আলাদা ৫ টি টিম।টিমগুলো হচ্ছে, একাডেমিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষা উন্নয়নমূলক টিম, (শুদ্ধ উচ্চারণ, বিতর্ক, বক্তৃতা) প্রশিক্ষণমূলক শিক্ষা-সহায়ক টিম,সংবর্ধনা-সহায়তা-সহযোগী ও সদস্য সংগ্রহকারী টিম,আর্থিক হিসাবরক্ষণ ও ছাত্রকল্যাণ টিম,চিকিৎসা ও হেল্প ডেস্ক টিম।

এছাড়াও সংগঠনের গতিবিধি নিয়ন্ত্রণ, পরামর্শ ও সার্বিক তত্ত্বাবধানে প্রতি ওয়ার্ড থেকে শীর্ষ পর্যায়ে মান্যগণ্য ব্যক্তিবর্গ নিয়ে একটি উপদেষ্টা বোর্ড গঠন করা হবে।

এসএস/এফএম