Thursday, November 13, 2025
Homeশিক্ষাক্যাম্পাসমুজিববর্ষের আহ্বানে এবি কলেজ ছাত্রলীগের বৃক্ষরোপণ

মুজিববর্ষের আহ্বানে এবি কলেজ ছাত্রলীগের বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক:
কেন্দ্রীয় ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে সন্দ্বীপে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে সরকারী হাজী এ.বি কলেজ ছাত্রলীগ। বুধবার (২৯ জুলাই) সন্দ্বীপের বেঁড়িবাধ এলাকায় শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপন করা হয়।
কর্মসূচীতে উপস্থিত ছিলেন সরকারী হাজী এ.বি কলেজ ছাত্রলীগের সভাপতি সাহেদুর রহমান ফাহাদ, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, কলেজ ছাত্রনেতা আলী সাগর, নুরউদ্দীন, মহিদুল আরিফ, মারুফ, তুর্য মজুমদার, রাজিব বিল্লাহ, রিফাত, দ্বাদশ শ্রেণী ছাত্রলীগের সহ সভাপতি জোনায়েদ আলী, সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন, দপ্তর সম্পাদক মাহামুদুল হাসান জিহাদ, ক্রীড়া সম্পাদক ইমন, উপ অর্থ সম্পাদক ইকবাল হোসেন, সাকিল, একাদশ শ্রেণীর রিসান, মাসুদ রানা, ফরহাদ, বাবলু প্রমুখ।
এ বিষয়ে কলেজ ছাত্রলীগ সভাপতি সাহেদুর রহমান ফাহাদ বলেন, মুজিববর্ষের অঙ্গীকার তিনটি করে গাছ লাগান। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা মহোদয়ের দিকনির্দেশনায় আমাদের আজকের বৃক্ষরোপন কর্মসূচী। বৃক্ষ আমাদের অক্সিজেন সরবরাহ করে এবং পরিবেশ রক্ষা করে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের অবদান অপরিসীম। তাই আমাদের প্রত্যেকের উচিত বেশিবেশি গাছ রোপণ করা।
এমএম/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments