নরসিংদীর শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ

201
ভূমি উপ-সহকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ
ভূমি উপ-সহকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ
নিজস্ব প্রতিবেদক:
 
২০১৯-২০২০ অর্থবছরে ভূমি ব্যবস্থাপনায় বিশেষ অবদানের জন্য নরসিংদী জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা হিসেবে পুরস্কার লাভ করেছেন মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ।
 
গতকাল রবিবার (২৩ আগস্ট) নরসিংদী জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে জেলা রাজস্ব প্রশাসনে অবদান রাখা কর্মকর্তা কর্মচারীদের পুরস্কার প্রদান করা হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। এ সময় জেলা প্রশাসন ও ভূমি প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
 
জেলার ৬ টি উপজেলা ও ৭১ টি ইউনিয়নে দায়িত্বরত কর্মকর্তাদের মধ্যে দক্ষতা,নিয়মানুবর্তিতা ও কর্ম বাস্তবায়নে অগ্রগামী হয়ে আবুল কালাম আজাদ শ্রেষ্ঠত্বের পুরষ্কার অর্জন করেন।
ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা হিসাবে সম্মাননা প্রদানের জন্য নিম্নোক্ত বিষয়সমূহ বিবেচ্য ছিল:
 
(১) সঠিকভাবে ভূমি উন্নয়ন করের দাবি নির্ধারণ।
 
(২) খাস জমি ব্যবস্থাপনা খাস উদ্ধারে তৎপরতা।
 
(৩) ভিপি সম্পত্তি ব্যবস্থাপনা ও লিজম্যানি আদায়ে তৎপরতা।
 
(৪) সায়রাত মহাল (জলমহাল বালুমহাল, হাট-বাজার) ইত্যাদি ব্যবস্থাপনায় তৎপরতা।
 
(৫) রেজিস্টারে তথ্য হালনাগাদ করন।
 
(৬) ই-নামজারি ই-নথি ও তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার।
 
(৭) রেকর্ড রুম ব্যবস্থাপনা ও অফিসের কর্মপরিবেশ (পরিচ্ছন্ন ও সাজানো গোছানো)।
 
(৮) সময়মত রিপোর্টে রিটার্ন দাখিল
ও শুদ্ধাচার বাস্তবায়ন।
 
(৯) সাধারন জনগনের সাথে আচরণ।
 
(১০) কর্মস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ অন্যান্য সহকর্মীর সাথে সম্পর্ক।
 
(১১) সহকারী কমিশনার (ভূমি) এর মূল্যায়ন।
 
“জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা হিসেবে অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবুল কালাম আজাদ বলেন, এই পুরস্কার আমার জন্য অনেক বড় পাওয়া। মৃত্যুর পূর্ব পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।সাথে সাথে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
 
কর্মতৎপরতার আলোকে দেশব্যাপী কর্মকর্তা-কর্মচারীগনের কাজের মূল্যায়ন করা হলে ভূমি ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আসবে বলে মনে করেন সুধীজনেরা।
 
এমএইচ/এফএম/বাংলাবার্তা