মো. আবু সালেহ
শান্তি সুখের বসুন্ধরায়
অশান্তির আজ ঢল,
কেমন করে নিবো মেনে,
সেই কথা আজ বল।
যেখানে ছিল প্রেমের বাঁধন,
ভালোবাসায় ঘেরা;
আজ কেন তা হয়ে গেছে,
অমানিশায় ভরা।
হয়েছে বিনাশ,গেছে হারিয়ে
অতীতের সেই দিন;
করি আফসোস, কি দিয়ে দিব
সময়ের এই ঋণ।
আজও যদি মোরা, না উঠি জেগে,
কেমনে রাখিব মান;
নিজের সমাদর নিজে হারালে,
কে করিবে তা ত্রান।
আজই জেগে ওঠো, হাতে হাত রেখে,
বাঁচাও মোদের প্রান,
কন্ঠে সবার হোক ধ্বনিত আজ
জাগরণের নব গান।
এসএস/এমএইচ/বাংলাবার্তা