যুক্তরাষ্ট্রে ৭ র‍্যাব কর্মকর্তার নিষেধাজ্ঞা, মার্কিন দূতকে তলব

আন্তর্জাতিক ডেস্ক: র‍্যাপিড একশন ব্যাটেলিয়েনের (র‍্যাব) সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার ঘটনায় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এসময় নিষেধাজ্ঞার বিষয়ে বাংলাদেশের অসন্তোষের কথা কড়া বার্তায় জানানো হয় মার্কিন রাষ্ট্রদূতকে।

শনিবার (১১ ডিসেম্বর) সকালে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেন।

জানা যায়, গত কয়েক বছরের মধ্যে কোনো বিষয়ে অসন্তোষ প্রকাশ করে মার্কিন রাষ্ট্রদূতের তলবের কোনো নজির নেই। অবশ্য চলতি বছর যুক্তরাজ্যের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়া নিয়ে মন্তব্যের জেরে ঢাকায় যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছিল।

এমএ/এমএইচ/বাংলাবার্তা