Thursday, November 13, 2025
Homeআন্তর্জাতিকআরও এক মওসুম বার্সাতে থাকছেন মেসি!

আরও এক মওসুম বার্সাতে থাকছেন মেসি!

খেলাধুলা বার্তাঃ

ছেলের সমস্যা মেটাতে বার্সেলোনাতে হাজির হয়েছিলেন লিওনেল মেসির বাবা হোর্খে মেসি।পরে বার্সা প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তোমেউয়ের সঙ্গে বৈঠকের পর তিনি জানান, সম্ভবত আর এক মরসুম বার্সায় কাটিয়ে দিতে পারেন ছয় বারের ব্যালন ডি’অর জয়ী তারকা মেসি।

তবে, তিনি আরও জানিয়েছেন, ২০২১ সাল পর্যন্ত বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তি আছে বলেই আর একটা মরসুম সেখানে থেকে যেতে পারেন মেসি। কিন্তু তারপর আর নয়। যদিও বার্সায় মেসি আরও এক মরসুম থেকে গেলে তা হবে ক্লাবের প্রেসিডেন্টের কারণেই। কারণ মেসির বাবাকে বার্তোমেউ জানিয়ে দিয়েছেন, তাঁরা কিছুতেই মেসিকে অন্য ক্লাবে যেতে দেবেন না।

আর মেসিকে যদি যেতেই হয়, তাহলে যে ক্লাব তাঁকে নেবে তাঁদের ৭০০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ দিয়েই মেসিকে নিতে হবে। বিনা ট্রান্সফার ফি ছাড়া তাঁকে যেতে দেওয়া হবে না।

কিন্তু মেসির বাবার কথাতেই স্পষ্ট কোন ভাবেই আর বার্সেলোনায় থাকতে চান না তাঁর ছেলে। আদালতের বদলে শুধু আলোচনার টেবিলে সারতে চান বিদায়ের আনুষ্ঠানিকতা। আর বিদায়ের পর সম্ভাব্য গন্তব্য ম্যাঞ্চেস্টার সিটি। কিন্তু চাইলেই তো হবে না। ৭০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ যে আছে চুক্তিতে। সেই চুক্তি মেনে কি তাঁকে নিয়ে যেতে পারবে সিটি? এখনও স্পষ্ট নয়। ট্রান্সফার নিয়ে জটিলতা মারাত্মক। ৭০০ মিলিয়ন ডলার ট্রান্সফার ফি নিয়ে জটিলতা না মিটলে মামলা-মকদ্দমায় যেতে পারে বিযয়টি। মেসির বাবাই যেহেতু ছেলের সরকারি এজেন্ট, তাই তাঁকেই সামলাতে হবে গোটা ব্যাপারটা।

এফএম/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments