জবি শিক্ষক ছালেহ উদ্দিনের পি এইচডি ডিগ্রী অর্জন

484

নিজস্ব প্রতিবেদক:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামীক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মুহামম্দ ছালেহ উদ্দিন রিপন “ইসলামে উন্নয়ন ধারনা; টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা” বিষয়ে পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন।

তিনি নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের কৃতিসন্তান। বাটইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মরহুম আবদুস সোবহানের চতুর্থ সন্তান তিনি।

ব্যক্তিগত জীবনে তিনি মেধাবী ও একজন তরুণ শিক্ষাবিদ। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সেবামুলক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থেকে কাজ করছেন।

মুহামম্দ ছালেহ উদ্দিন রিপন বলেন, এই সফলতা আমার একার নয় বরং পুরো নোয়াখালীবাসীর। শিক্ষা ও গবেষণায় অবদান রেখে দেশ ও জাতির জন্য কাজ করতে চাই।

এমএইচ/বাংলাবার্তা