এবার বাতিল হলো জেএসসি জেডিসি পরীক্ষাও

96
শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিনিধিঃ

চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাও বাতিল করা হয়েছে।

শিক্ষার্থীদের এই পরীক্ষা দু’টি বাতিলের প্রস্তাবনা সংক্রান্ত সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর পর তিনি এ বিষয়ে সম্মতি দিয়েছেন। তবে ক্লাস মূল্যায়নের জন্য বার্ষিক পরীক্ষা নেয়া হতে পারে।

এর আগে গত ২৫ আগস্ট একই প্রস্তাবনার আলোকে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা বাতিল করা হয়।

সূত্র জানায়, গত ২৩ আগস্ট জেএসসি-জেডিসি পরীক্ষা বাতিলের প্রস্তাবনা সংক্রান্ত সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়। সেই সারসংক্ষেপে সম্মতি দেন প্রধানমন্ত্রী।
সরকার প্রধানের সম্মতিপত্র গতকাল মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয়। পরবর্তী করণীয় নির্ধারণে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কাজ করছে বলে জানা গেছে।

অবশ্য কর্মকর্তারা বলছেন, করোনা পরিস্থিতির কারণে এ দুই স্তরের পাবলিক পরীক্ষা বাতিল হলেও ক্লাস মূল্যায়নের মাধ্যমে পাস করিয়ে সার্টিফিকেট দেয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দফতর ও সংস্থা প্রধানদের অংশগ্রহণে করোনাকালীন ও করোনা-পরবর্তী শিক্ষাব্যবস্থা নিয়ে ভার্চুয়াল সভায় সংশ্লিষ্টদের এই নির্দেশ
দেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি।

সভায় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেন, করোনাকালীন ও করোনা পরবর্তী সময়ে শিক্ষাব্যবস্থায় কি ধরনের পরিবর্তন আনতে হবে তা নিয়ে কাজ করছে মন্ত্রণালয়। তিনি করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি
মেনে সরাসরি যোগাযোগের মাধ্যমে অথবা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে শিক্ষার্থীদের উজ্জীবিত রাখতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদরাসা ও কারিগরি বিদ্যালয় শিক্ষকদের নির্দেশ দেন।

প্রসঙ্গত, করোনার কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। তবে সম্প্রতি কওমি মাদরাসাগুলোকে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস ও পরীক্ষা নেয়ার অনুমোদন দিয়েছে সরকার।

এসএইচ/এফএম/বাংলাবার্তা