১৫ আগস্ট থেকে চবিতে শুরু ‘এমসিসি ন্যাশনাল কেসফোগ্রাফিক চ্যালেঞ্জ-২০’

105
নিজস্ব প্রতিবেদক:
 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ম্যানেজমেন্ট কমিউনিকেশন ক্লাবের (এমসিসি) উদ্যোগে ভার্চূয়ালি ‘এমসিসি ন্যাশনাল কেসফোগ্রাফিক চ্যালেঞ্জ ২০২০’ প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে।
 
আগামী ১৫ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত তিনটি রাউন্ডে অনলাইনের মাধ্যমে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। কোয়ালিফায়ার, নকআউট এবং ফাইনাল রাউন্ডের মাধ্যমে সম্মানিত বিচারকমন্ডলী চূড়ান্ত বিজয়ী বাছাই করবেন।
 
গত মাসের ১৯শে জুলাই থেকে রেজিস্ট্রেশন শুরুর মাধ্যমে প্রতিযোগিতাটি প্রাতিষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে। রেজিষ্ট্রেশন করা যাবে আগামী ১১ তারিখ পর্যন্ত। এতে প্রতিটি দল সর্বোচ্চ ৩ জন সদস্য নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে এবং কেউ চাইলে এককভাবে ও অংশগ্রহণ করতে পারবেন।
 
জানা যায়, এটি একটি জাতীয় ইনফোগ্রাফিক কেস প্রতিযোগিতা যা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজনেস কেস সমাধান এবং তা ইনফোগ্রাফিকের মাধ্যমে উপস্থাপনের দ্বারা সৃজনশীলতা প্রদর্শনের উদ্দেশ্যে আয়োজন করা হচ্ছে।
 
বিজনেস কেস সমাধান এবং ইনফোগ্রাফিক চিত্রের মাধ্যমে তা উপস্থাপন; তাই প্রতিযোগিতাটির নামকরণ করা হয়েছে ‘কেসফোগ্রাফিক চ্যালেঞ্জ’।
 
বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দলগঠন করার সুযোগ পাবেন।
 
চূড়ান্ত বিজয়ীর জন্য রয়েছে ৪৫ হাজার টাকার প্রাইজমানি এবং অন্যান্য অনলাইন সুযোগ সুবিধার মাধ্যমে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।
এই মহামারীতে শিক্ষার্থীদের গৃহবন্দী অলস সময়কে কার্যক্ষম করে তোলার জন্য এটি একটি বড় সুযোগ।
 
রেজিষ্ট্রেশন লিংকঃ
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf_DinsUFC4AEzdx4uqB32a8GAmal7CsnPcdkzDkgNzOGN9JA/viewform
 
বিস্তারিত জানতে ভিজিট করুনঃ
https://facebook.com/events/s/mcc-national-casefographic-cha/280698996539674/?ti=cl