চবি ছাত্রলীগের সাবেক সভাপতি হলেন চাঁদপুর পৌর মেয়র, উচ্ছ্বসিত শাখা ছাত্রলীগ

587
চবি ছাত্রলীগ
চবি ছাত্রলীগের সাবেক সভাপতি হলেন চাঁদপুর পৌর মেয়র, উচ্ছ্বসিত শাখা ছাত্রলীগ
আবির আব্দুল্লাহ:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন জিল্লুর রহমান জুয়েল। সম্প্রতি চাদঁপুর পৌর নিবার্চনে তিনি নৌকা প্রতীকে মেয়র নিবার্চন করে জয় লাভ করেছেন। আর এ বিজয় যেন চবির বর্তমানদের বিজয়।

 
নিবার্চনের শুরু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তার পক্ষে ব্যাপক প্রচারণা চালায় চবি ছাত্রলীগের সাবেক এবং বর্তমান নেতা-কর্মীরা। এছাড়াও পরে তার পক্ষে টানা এক মাস চাদঁপুরের মানুষের দুয়ারে দুয়ারে ভোট চাইতে ছুটে যান বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান নেতা কর্মিরা।
 
তাই এবিজয়কে ঘিরে আনন্দ উল্লাসের কমতি নেই বর্তমানদের।তাই তো তারাও ছুটে গিয়েছেন তাদের ভাইয়ের বিজয় ছিনিয়ে আনতে। নিবার্চনের তিন দিন আগ থেকেই দলবল নিয়ে হাজির ইলিশের শহর খ্যাত চাঁদপরে। তারাও যে সময়টুকু পেয়েছেন সবটুকু সময়ই কাজে লাগিয়েছেন। গিয়েছেন মানুষের দ্বারে দ্বারে।
চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার যে কোনো নেতা কর্মী বাংলাদেশের যে প্রান্তে যাবে সেখানেই তারা যোগ্যতার প্রমাণ দিবে। তারই ধারাবাহিকতায় জিল্লুর রহমান জুয়েল ভাই চাঁদপুর বাসীর হৃদয়ে জয় করে আজ চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র হয়েছেন, আমরা চবি পরিবার খুবই আনন্দিত এবং অনুপ্রাণিত। এবং আমরা বিশ্বাস করি এটি একটি চলমান প্রক্রিয়া , ধারাবাহিক ভাবে চবি ছাত্রলীগের আরো অনেক সাবেক বর্তমান নেতা কর্মী তাদের নিজ নিজ এলাকার জনপ্রতিনিধির আসন অলংকৃত করবেন।”
চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন টিপু বলেন,” আমরা বর্তমান ছাত্রলীগের দায়িত্বে থাকলেও সাবেক ভাইদের জন্য একটা আবেক সব সময় কাজ করে। জুয়েল ভাই নিবার্চন করবে যখন শুনেছি তখন থেকেই একটা অন্যরকম অনুভূতি কাজ করেই চলছিল। অবশেষে ভাইয়ের নিবার্চনে নিজে স্বশরীরে উপস্থিত থেকে সেখানকার মানুষের যে ভাইয়ের প্রতি অকৃত্রিম ভালবাসা তা দেখার সুযোগ হয়েছে। সে ভালবাসা জনগণ তাদের মূল্যবাদ ভোট দিয়ে দেখিয়ে দিয়েছে। “
 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আলমগীর টিপু বলেন,” জুয়েল ভাইয়ের নিজ কর্ম গুণ, অসহায় মানুষের পাশে দাড়ানো, সৎ সাহস নিয়ে সামনে এগিয়ে গিয়েছেন। তাই ভাইয়ের এ বিজয়। আমরা চবি ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীরা ভাইয়ের পাশে দাঁড়াতে ছুটে গিয়েছি। আগামীতেও আমাদের এ মেলবন্ধন অটুট থাকবে। ছাত্রলীগের কর্মী ছিলাম। সেটা আমার কাছে পরম প্রাপ্তি। সেইসাথে জিল্লুর রহমান জুয়েল ভাইয়ের মত ত্যাগী সাবেক ছাত্রলীগ কর্মীর এমন প্রাপ্তি আমদেরকে আনন্দিত, উচ্ছসিত এবং ভবিষ্যত রাজনীতিতে গতি সঞ্চার করবে৷” 
এএ/এফএম/বাংলাবার্তা