Sunday, November 16, 2025
Homeশিক্ষাক্যাম্পাসনানান আয়োজনে প্রধানমন্ত্রীর জম্মদিন পালন চবি ছাত্রলীগের

নানান আয়োজনে প্রধানমন্ত্রীর জম্মদিন পালন চবি ছাত্রলীগের

চবি প্রতিনিধিঃ

নানান আয়োজনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জম্মদিন পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট সংলগ্ন মসজিদে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে প্রধানমন্ত্রীর জন্যে দোয়া ও মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়। পরে এতিম শিশুদের মাঝে মিষ্টি বিতরণ ও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়।

এ বিষয়ে চবি শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, আধুনিক বাংলার রূপকার মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু পর যে মানুষটি দেশ এবং জাতির জন্য জীবনের সবটুকুই দিয়ে যাচ্ছেন। যে বৃক্ষের ছায়াতলে জাতি আজ ধর্ম-বর্ণ শ্রেণি-গোত্র নির্বিশেষে মাতৃস্নেহে আশ্রিত।তিনি নিঃসন্দেহে একজন মহান আল্লাহতায়া কর্তৃক পবিত্র উপহার।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, মহান সৃষ্টিকর্তার নিকট আমরা উন্নত চিত্তে বিনম্র শ্রদ্ধায় মাথা অবনত করে শুকরিয়া আদায় করি। কারণ এমন একজন মানুষ আমাদের মাঝে বঙ্গবন্ধুর পর উপহার দিয়েছেন যার কারণে আর বাংলার মাটি পবিত্র । জননেত্রী শেখ হাসিনাকে দু’কলম বলতে যাওয়াও আমার মনে হয় নিছক সময়ের ক্ষরণ বৈ কিছুনা। কেননা সিন্ধু জল পরিমাণ নির্ণয় কিংবা আকাশের পরিসীমা কল্পনা করাও বোকামী।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম দিনার, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক শরিফুল ইসলাম, ছাত্রলীগ নেতা প্রদীপ চক্রবর্তী দূর্জয়, সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক আবু বকর তোহা, পারভেজ হোসেন, খন্দকার রফিক, নাইম ইসলাম, নাজমুল এইচ সানি, আলতাফ হোসেন,আরিফ মাহমুদ,তারেক আহমেদ মিজু,মুজিবুর রহমান মাইনুল ইসলাম, রাজু মুন্সি,অনুপম রুদ্র,সাইদুল ইসলাম সাঈদ ,শ্রাবন হোসেন সহ শতাধিক নেতৃবৃন্দ।

এসএস/এফএম/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments