মাওলানা আহমদ বশিরের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

126

নিজস্ব প্রতিবেদক: সন্দ্বীপ উপজেলার গাছুয়াস্থ কাটগড় ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মরহুম মাওলানা আহমদ বশিরের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এর আগে মাওলানা আহমদ বশির গত ২২ সেপ্টম্বর ইন্তিকাল করেন।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামি ফাউন্ডেশন, ঢাকা বিভাগীয় পরিচালক তৌহিদুল আনোয়ার।

প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি মীর মো. মুসলেহুদ্দীনের সভাপতিত্বে ও পরিষদের সেক্রেটারি সৈয়দ শাহাদাত হোসেনর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আকবর হোসেন, পরিষদের সহ সভাপতি ফরিদ উদ্দীন নিজামী, উপদেষ্টা মাওলানা মোহাম্মদ হোসাইন, সদস্য মাওলানা ফয়জুল ইসলাম মহব্বত, শিক্ষাবিদ মাওলানা আবু হানিফা, ব্যাংকার আক্তার হোসাইন, ইন্জিনিয়ার শহিদুল ইসলাম মিলাদ সহ দেশবরেণ্য ওলামা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ প্রমুখ।

অনুষ্ঠানে মরহুম মাওলানা আহমদ বশির (রাহ.) এর জীবনী আলোচনা করা হয়। প্রাক্তন ছাত্রদের স্মৃতিচারণে মরহুমের জীবনে গৌরবময় দিক ফুটে উঠে। সবশেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

এমএইচ/বাংলাবার্তা