চবি পরিবেশ সংসদের সভাপতি শহিদুল, সাধারণ সম্পাদক সাদমান

153

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ (চবিপস) এর ১ম কার্যনির্বাহী পর্ষদ ২০২৩-২৪ এর আংশিক কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মোঃ শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মনোনীত হন মোঃ সাদমান সাকিব।

২২ সেপ্টেম্বর (শুক্রবার) সংগঠনের উপদেষ্টা ও প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরী (পিলু) স্যার স্বাক্ষরিত  (দুই) সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। সভাপতি  মোঃ শহিদুল ইসলাম শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এবং ও সাধারণ সম্পাদক হিসেবে মোঃ সাদমান সাকিব মৃত্তিকা বিজ্ঞান বিভাগের  ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম জানান, “প্রাকৃতিক সৌন্দর্যের আধার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিবেশ অক্ষুন্ন রাখতে জনকয়েক পরিবেশকর্মী ও সচেতন শিক্ষার্থীদের সাথে নিয়ে পরিবেশ সংসদ প্রতিষ্ঠা করি। ইতিমধ্যে আমরা ক্যাম্পাসে ও ক্যাম্পাসের বাইরে বেশ কয়েকটি কার্যক্রম বাস্তবায়ন করি এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দারুণ সাড়া পাচ্ছি। আশা রাখি, ভবিষ্যতেও প্রাণ ও প্রকৃতি রক্ষার্থে সবাইকে সাথে পাব।”
সংসদের সাধারণ সম্পাদক মোঃ সাদমান সাকিব বলেন, “শুধুমাত্র সচেতনতা ও ইচ্ছাশক্তির অভাবে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের চবি ক্যাম্পাসে নানাভাবে দূষণ হচ্ছে। দূষণ প্রতিরোধে এক হয়ে কাজ করার অঙ্গিকার নিয়ে আমাদের এই যাত্রা। সুস্থ পরিবেশ নিশ্চিত, সদস্যদের আত্ম উন্নয়ন ও পরিবেশ রক্ষায় গবেষণা – প্রাথমিকভাবে এই লক্ষ্যগুলো নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।”

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ (চবিপস) প্রতিষ্ঠালগ্ন থেকে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার্থে কাজ করে আসছে এবং অবদানস্বরুপ পরিবেশ সম্মাননাও অর্জন করেছে।