Thursday, November 13, 2025
HomeUncategorizedচবি সিন্ডিকেট সদস্যের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

চবি সিন্ডিকেট সদস্যের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সিন্ডিকেট সদস্য ও লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসীর মা সৈয়দা খালেদা আকবরী (৭০) মৃত্যুবরণ করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রোববার দুপুরে মরহুমার গ্রামের বাড়ি বোয়ালখালীতে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

বিভিন্ন মহলের শোক

চবির এ এফ রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসীর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ও উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) প্রফেসর বেনু কুমার দে।

এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি শোক ও দুঃখ প্রকাশ করে সৈয়দা খালেদা আকবরীর আত্মার মাগফেরাত কামনা করেছে। মহান আল্লাহতালা মরহুমাকে জান্নাতবাসী করুন- সমিতি এ প্রার্থনা করছে।

এমএ/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments