আন্তর্জাতিক ডেস্ক: বিতর্কিত মন্তব্য আর কল রেকর্ড ফাঁস হওয়ার পর মন্ত্রীসভা থেকে সদ্য পদত্যাগ করা ডা. মুরাদ হাসান কানাডার পর এবার সংযুক্ত আরব আমিরাতেও ঢুকতে ব্যর্থ হয়েছেন। ফলে বাধ্য হয়ে তাকে দেশে ফিরতে হচ্ছে। খবর বাংলা নিউজের।
নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, সব কিছু ঠিক থাকলে দুবাই থেকে আজ রোববার (১২ ডিসেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে ঢাকায় ফিরবেন।
এর আগে ডা. মুরাদ হাসান মন্ত্রীসভা থেকে পদত্যাগ করে কানাডার উদ্দেশ্য দেশ ছাড়েন। তবে কানাডার বিমানবন্দরে পৌঁছালে তাকে দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি ঢুকতে দেয়নি।
তাকে জানানো হয়, তার সেদেশে প্রবেশে অনেক কানাডিয়ান নাগরিক আপত্তি তুলেছেন। তারপর তাকে ফেরত পাঠানো হয়।
পরে তাকে দুবাইগামী একটি প্লেনে তুলে দেওয়া হয়।
তবে দুবাই ফিরে সংযুক্ত আরব আমিরাতে ঢোকার চেষ্টা করে এই যাত্রাও ব্যর্থ হন ডা. মুরাদ। তবে ভিসা না থাকায় তিনি আরব আমিরাতে ঢুকতে পারেননি। পরে তিনি ঢাকায় আসার উদ্দেশে প্লেনের একটি টিকিট কেটেছেন।
এমএ/এমএইচ/বাংলাবার্তা