Thursday, November 13, 2025
Homeতারুণ্যসুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মানবিক'র ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মানবিক’র ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন কাট্টলীস্থ রাণী রাসমনি ঘাট সংলগ্ন সাগড় পাড়ে মানবিক পাঠশালা ইউনিট-১ এর ৫০ জন সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় দ্বিতীয় দফায় এসব সামগ্রী বিতরণ করেন মানবিক’র সভাপতি জয়িতা হোসেন নীলু ও মানবিক বন্ধু শওকত হোসেন।

উপহার সামগ্রীর মধ্যে ছিল-লাচ্ছা সেমাই, কুলসুন সেমাই, গুড়ো দুধ, চিনি, পোলাওয়ের চাউল, নারিকেল, সোয়াবিন তেল, বাদাম, কিসমিস, শুকনা খেজুর ইত্যাদি। ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-মানবিক’র বন্ধু শাহানা আলম, আব্দুর রাজ্জাক রাজু, প্রিয়া দত্ত, আরিফ হোসেন, মুক্তা,আবু কাবিদ, সাজ্জাদ, জাবেদ, শাহিনা সুলতানা, সুমাইয়া প্রমুখ।

গতকাল ৪ মে ২০২১ ইংরেজি মঙ্গলবার নগরীর পাঁচলাইশ থানাধীন শুলকবহরের ভরা পুকুরস্থ মানবিক’র ইউনিট-২ এর শিশুদের মাঝে বিতরণ করা হয় আরও ৫০ পাকেট উপহার সামগ্রী। আগামী ৮ মে ২০২১ ইংরেজি শনিবার চান্দগাঁও থানাধীন শমশের পাড়াস্থ মাসুদ স্মৃতি সংসদে অবস্থিত ইউনিট-৩ এর সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিতরণ করা হবে আরও ৭০ প্যাকেট উপহার সামগ্রী।

ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মানবিক সভাপতি জয়িতা হোসেন নীলু বলেন, আমরা একটি হাসির জন্য যুদ্ধ করি। সকল শিশুর মুখে আমরা হাসি ফুটাতে চাই, আমরা হাসি ফুটাতে চাই সকল সুবিধা বঞ্চিত মানুষের মুখে। আমরা বিশ্বাস করি তারা হাসলেই হাসবে বাংলাদেশ। আনন্দময় হয়ে উঠবে আমাদের পৃথিবী। তাই আমারা হৃদয়ে লালন করি “চলো সবাইকে নিয়ে বাঁচি”।

মানবিক ২০১১ সাল থেকে সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছে। বিশেষ করে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো পৌঁছে দিতে “মানবিক পাঠশালা” নামে তিনটি অবতৈনিক পাঠশালা পরিচালনা করে আসছে। প্রতি বছরের ন্যায় মানবিক পরিবারের সকল সদস্য, শুভানুধ্যায়ী সকল সম্মানিত দাতাগণ সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নতুন ঈদের জামা বিতরণ করার সিদ্ধান্ত পরিবর্তন করে সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে খাবার বিতরণের সিদ্ধান্ত গ্রহন করেছেন। পৃথিবী জুড়ে করোনার যে মহামারী চলছে তার একটা শক্ত ও জোড়ালো প্রভাব আমাদের দেশেও পড়েছে ব্যাপক ভাবে।

লকডাউনের কারণে অনেক পরিবার খাদ্য সংকটে ভুগছে। তাদের নিকট ঈদ নিছক একটি সাধারণ দিনের মতই উপভোগ্য। আমারা তাদের দিনটি আনন্দময় করতে “প্রজেক্ট এক ব্যাগ ঈদের হাসি” গ্রহণ করেছি। আমরা যথাসম্ভব পরিবারগুলোর মধ্যে ঈদের সামগ্রীসহ খাদ্য সামগ্রী বিতরণ করতে চাই। আমাদের এই উদ্যোগের সাথে আপনার সাহয্যের হাতটিও প্রত্যাশা করছি। আপনার একটু সামান্য সহযোগীতা হতে পারে তাদের আনন্দের কারন।

এফএম/বাংলাবার্তা 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments