নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় পবিত্র শবে বরাতের দিনে ও রাতে নিত্য প্রয়োজনী দ্রব্য ও খাদ্য সামগ্রী পৌছে দিয়েছে সাবেক ছাত্রলীগ নেতা আরশেদুল আলম বাচ্চুর নির্দেশে নগর ছাত্রলীগ নেতারা।
আরশেদুল আলম বাচ্চু বলেন, পবিত্র এই রজনীতে সবাই সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন আমরা যেন এই দুর্যোগকালীন মুহুর্ত অতিক্রম করতে পারি।
ইনশাআল্লাহ করোনার অবস্থা উন্নতি না হওয়া পর্যন্ত আমরা আছি আপনাদের পাশে।
‘ঘরে থাকুন,নিরাপদে থাকুন’ এ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম নগরীর অলিগরিতে ছুটে চলেছেন তারা। যেখান থেকে ফোন আমে সেখানেই নিত্য প্রযোজনী দ্রব্য ও খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছে সাবেক এ ছাত্রলীগ নেতা।
এসএস/এমএইচ/বাংলাবার্তা