রেজাউল করিমকে মনোনয়ন দেওয়ায় চান্দগাঁও থানা ছাত্রলীগের আনন্দ মিছিল

 

নিউজ ডেস্ক

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কে এম
রেজাউল করিম চৌধুরীকে মনোনয়ন দেওয়ায় জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে নগরীতে মিছিল ও সমাবেশ করেছে চান্দগাঁও থানা ছাত্রলীগ।

রবিবার (১৬ ফেব্রুয়ারি ) চান্দগাঁও থানা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত আনন্দ মিছিলটি চান্দগাঁও বাস টার্মিনাল এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বহদ্দার হাট
চত্বরে এসে শেষ হয়।

চান্দগাঁও থানা ছাত্রলীগের সভাপতি মোঃ নূরুন নবী সাহেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শহীদুল আলমের পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রামের সাধারণ জনগণের মনের আকুতি বুঝতে পেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীকে নতুন প্রার্থী মনোনয়ন দিয়েছেন। আমরা চট্টগ্রামের ছাত্র সমাজের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন ধন্যবাদ জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা ছাত্রলীগের সহসভাপতি নয়ন উদ্দিন, আব্দুল্লাহ আল আহসান হিমেল, আবু সাঈদ মুন্না, ফারহানুল হক রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাসিন, তৌহিদুল ইসলাম বাবু, টাবলু দাশ।

বক্তারা বলেন, চট্টগ্রামের সার্বিক উন্নয়নে প্রধান মন্ত্রী শেখ হাসিনার ভূমিকাকে জনগণের কাছে পৌছে দিয়ে
আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবে ছাত্রলীগ।

এসময় আরও উপস্থিত ছিলেন, চান্দগাঁও থানা ছাত্রলীগ নেতা সোহেল তালুকদার, সাজ্জাদ আলম, সাজ্জাদুল ইসলাম, লুৎফা আজিম রেনেসা, মিনহাজ রহমান, বিপুল তালুকদার, দেলোয়ার হোসেন, সাগর দাশ, জয়তু দে, আরমান হোসেন, তারেক হোসেন, আনোয়ার হোসেন, মোঃ সোহেল সহ প্রমুখ।