মাদারিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
 

মাদারিপুরের শিবচরে পানিতে ডুবে মাহিম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাতটার দিকে শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের যাদুয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মাহিম ওই গ্রামের মনু মোল্লার ছেলে।

 
স্থানীয়রা জানায়,মাহিম ভোরে ঘুম থেকে উঠে খেলতে খেলতে সবার অগোচরে বাড়ির পাশের রাস্তার কাছে একটি পুকুরে পড়ে যায়। পরে স্থানীয় কয়েকজন যুবক তার মরদেহ পানিতে ভাসতে দেখে পরিবারকে খবর দেন।এসময় তারা দ্রুত তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন।
 
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. রাকিবুল হাসান বলেন,আজ সকাল পৌনে ৯ টার দিকে পানিতে ডুবে যাওয়া একটি শিশুকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

এসএস/এমএইচ/বাংলাবার্তা