বায়োলজি ফ্যাকাল্টি কো-কারিকুলার সোসাইটি পরিচ্ছন্নতা অভিযান

রিয়াজ মুন্নাঃ

২২ ফেব্রুয়ারি,শনিবার সকাল ৯টা। একাডেমিক ছুটির দিন। ক্যাম্পাসে জনসমাগম একেবারে নেই বললেই চলে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ প্রাঙ্গনে দেখা গেল ভিন্নচিত্র।

দেখা মিলল শতাধিক শিক্ষার্থীর। হাতে গ্লভস ও নাকে মাস্ক পরিহিত অবস্থায় কেউ ঝাড়ু দিচ্ছে, কেউ বেলচায় ময়লা তুলছে আবার কেউ বড় ঝুড়ি মেলে ধরছে। বিভিন্ন দলে বিভক্ত হয়ে অনুষদের আঙিনা, মূলফটক,নোটিশবোর্ড বারান্দা,সিঁড়ি ও বিভিন্ন তলার দৃশ্যমান আবর্জনা পরিষ্কার করেছে শিক্ষার্থীরা। পরবর্তীতে ক্যাফেটেরিয়ায় সংক্ষিপ্ত আলোচনা সভা ও পরিচ্ছনতা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেয়ালিকা ও পোস্টার লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুরষ্কার বিতরণ ও খাবার গ্রহনের মাধ্যমে শেষ হয় তাদের কার্যক্রম। দিনভর পরিচ্ছনতা নিয়েই কাজ করেছেন তারা ।

বলছিলাম “বায়োলজি ফ্যাকাল্টি কো-কারিকুলার সোসাইটি” (বি এফ সি এস) আয়োজিত ‘ফ্যাকাল্টি পরিচ্ছন্নতা অভিযান’ এর কথা । জীববিজ্ঞান অনুষদভুক্ত ৯ টি বিভাগের শিক্ষার্থীদের সংগঠন এটি। ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থীদের সমন্বিত উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে সংগঠনটি। প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আ ন ম শাহরিয়ার জাওয়াদ সংগঠনটির আহবায়ক। বিভিন্ন বিভাগের কনভেনর হিসাবে প্রাণিবিদ্যা বিভাগে আরশাদ চৌধুরী ও ইমাম হোসেন,উদ্ভিদবিদ্যায় আবু দাউদ ও উম্মে সালমা, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে নার্গিস আকতার, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞানে সায়মা,যুবাইর ও রফিকুল, মাইক্রোবায়োলজি বিভাগে ইলিয়াস ও অনিন্দিতা, মৃত্তিকাবিজ্ঞানে জাহিদুল হাসান, ফার্মেসী বিভাগে জুমরাত ও আবদুল্লাহ আল নোমান দায়িত্ব পালন করছেন।

পরিচ্ছন্নতা কার্যক্রম দিয়ে শুরু করলেও ভবিষ্যতে শিক্ষার্থীদের ক্যারিয়ার ও দক্ষতা উন্নয়ন, সামাজিক ও উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করবে বলে জানান সংগঠনটির নেতৃবৃন্দ ।

সংগঠনটির সদস্য ও প্রাণিবিদ্যা বিভাগের কনভেনর ইমাম হোসেন সুমন বলেন, আমরা জীববিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের শিক্ষা সহায়ক কর্মকান্ডে সম্পৃক্ত করে ক্যারিয়ার ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এ সংগঠনটি দাঁড় করিয়েছি। আমাদের সদস্য সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। ভবিষ্যতে আমরা ক্যারিয়ার ক্লাব,ডিবেটিং সোসাইটি,ব্লাড ব্যাংকসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করব।

বাংলাবার্তা/আরএইচ