প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য নোবিপ্রবির চার শিক্ষার্থী মনোনীত

নোবিপ্রবি প্রতিনিধিঃ

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৮’ এর জন্য মনোনিত হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৪ শিক্ষার্থী। অনুষদের সর্বোচ্চ ফলাফলধারীদের এই পদক দেওয়া হবে বলে যায় জানা ।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) তাদের ওয়েবসাইটে মনোনীতদের এই তালিকা প্রকাশ করেন।

নোবিপ্রবি থেকে মনোনীতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইন্জিনিয়ারিং বিভাগের মো. মাহবুবুল আলম, বিজ্ঞান অনুষদের কৃষি বিভাগের সাবিয়া খান, ব্যবসায় প্রশাসন অনুষদের ব্যবসায় প্রশাসন বিভাগের আবু সাঈদ জাবেদ, সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের অর্থনীতি বিভাগের হাবিবা সুলতানা রিমু।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো.মমিনুল হক বলেন, চার অনুষদের সর্বোচ্চ ফলাফলধারী চার জনের নাম অামরা ইউজিসিতে পাঠিয়েছি। ইউজিসি যাচাই বাছাই করে তাদের নিজস্ব ওয়েবসাইটে মনোনীতদের নাম প্রকাশ করে।