Friday, July 18, 2025
Homeশিক্ষাক্যাম্পাসনতুন রেজিস্ট্রার পেল নোবিপ্রবি!

নতুন রেজিস্ট্রার পেল নোবিপ্রবি!

নোবিপ্রবি প্রতিনিধিঃ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) নতুন রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রফেসর ড. মো আবুল হোসেন।

বুধবার (১৫ জানুয়ারী) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মো. মমিনুল হক ও ডেপুটি রেজিস্ট্রার মো জসিম উদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক প্র. ড. মো আবুল হোসেনকে রেজিস্ট্রার হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদানের কথা উল্লেখ করে বলা হয়, আগামীকাল ১৬ জানুয়ারী হতে তিনি উক্ত দায়িত্ব পালন করবেন।

এছাড়া এতে উল্লেখ করা হয় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে এবং উক্ত পদের জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি মেতাবেক ভাতা প্রাপ্ত হবেন।

এই বিষয়ে জানতে চাইলে ড.মো.অাবুল হোসেন বলেন, উপাচার্য সাক্ষরিত এক চিঠির মাধ্যমে নতুন রেজিস্ট্রার অাসা পর্যন্ত অামাকে এই দায়িত্ব পালনের বিষয় নিশ্চিত করা হয়েছে। অাগামী ১৬ জানুয়ারি থেকে অামি এই দায়িত্ব পালন করবো।

এর আগে গত বছর ১৫ ডিসেম্বর বর্তমান রেজিস্ট্রার প্র. মো. মমিনুল হককে এক অফিস আদেশের মাধ্যমে অব্যাহতি প্রদান করা হয়। ওই বিজ্ঞাপ্তি অনুযায়ী আজ ১৫ জানুয়ারী বর্তমান রেজিস্ট্রারের দায়িত্বপালনের শেষ দিন।

অধ্যাপক ড. আবুল হোসেন ১৯৫৪ সালের ১ জুলাই লক্ষ্মীপুরের মহাদেবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৭ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে জাপানের ওসাকা ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ, কাগোশিকা ও কিউশু বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন।

কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ছাড়াও তিনি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments