সোহরবা সাহল:
করোনা ভাইসারের প্রভাব দিন দিন বেড়েই চলেছে। দেশের অন্যান্য বিভাগের তুলনায় চট্টগ্রামে করোনার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। এ অঞ্চলের মানুষগুলো কষ্টে দিন কাটাচ্ছে। কষ্টে থাকা সেই মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। দেশের এ ক্রান্তিলগ্নে তাদের অবদান এখন মানুষের মুখে মুখে। শুধু স্থলেই নয়, তারা দিন রাত পরিশ্রম করে উচুঁ ও দুর্গম পাহাড়ের অভাবগ্রস্ত মানুষের কাছে পৌছে দিচ্ছে ত্রাণ ও খাদ্য সামগ্রী।
বাংলাদেশ সেনাবাহিনীর এসব উদ্যোগের কারণে করোনা পরিস্থিতিতেও সুন্দর জীবনযাপন করছেন পাহাড়ের হাজারো কাঠুরিয়া।
সোমবার (২৯ জুন) ‘সকলের সুস্থতাই আমাদের কাম্য’ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগড়া এবং সাতকানিয়া উপজেলার দূর্গম কিছু এলাকায় কর্মহীন হতদরিদ্র আড়াই’শ পরিবারের কাছে রামু সেনানিবাসের সেনাসদস্যরা খাদ্যসামগ্রী পৌঁছে দেন।
দুর্গম পাহাড় থেকে কাঠ কেটে লাকড়ি বিক্রি করে সংসার চালান তারা। করোনা পরিস্থিতিতে বিপাকে পড়েছে এই পরিবারগুলোও। দূর্গম পাহাড় পাড়ি দিয়ে এই পরিবারগুলোর জন্য খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন।
জানা গেছে, পর্যটন নগরী কক্সবাজার জেলা ও বৃহত্তর চট্টগ্রাম জেলার চারটি উপজেলায় বেসামরিক প্রশাসনকে করোনা পরিস্থিতিতে সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন মাঠে নেমেছে। প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনায় সেনাবাহিনী প্রধানের উদ্যোগে করোনা বিষয়ে সচেতনতা সৃষ্টি, নিজস্ব অর্থায়নে ত্রাণ বিতরণ, চিকিৎসা সহায়তা প্রদান, অন্তঃসত্ত্বা মায়েদের মাতৃকালীন সেবা প্রদান, বিনামূল্যের বাজার, জীবাণুনাশক স্প্রেসহ বিভিন্ন জনসেবা মূলক কার্যক্রম পরিচালনা করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন।
এসএস/এমএইচ/বাংলাবার্তা
