Thursday, November 13, 2025
Homeশিক্ষাক্যাম্পাসচবি চকরিয়া-পেকুয়া ছাত্র ফোরামের সাবেক-বর্তমানদের মিলনমেলা

চবি চকরিয়া-পেকুয়া ছাত্র ফোরামের সাবেক-বর্তমানদের মিলনমেলা

চবি প্রতিনিধিঃ

বয়সের ভেদাভেদ ভুলে,তরুণ, যুবক, প্রবীন নির্বিশেষে হাসি,খেলা,আনন্দ, গান,আর প্রাণের উচ্ছ্বাসে মেতে উঠেছিল সকলে একত্রে।

গতকাল (২অক্টোবর) বঙ্গবন্ধু ডুলহাজরা সাফারি পার্কে চকরিয়া-পেকুয়া ছাত্র ফোরাম এর আয়োজনে বনভোজন ও মিলনমেলায় মিলন ঘটেছিলো সাবেক বর্তমানদের।

এসময় এতে অতিথি হিসেবে ছিলেন কক্সবাজার-১ আসনের এমপি জাফর আলম।চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর মরিয়ম ইসলাম লিজা।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে ছিলেন হোসাইন আক্তার রাফি,সাজ্জাত জুয়েল, এরফানুল করিম সাজ্জাদ,এডভোকেট ওমর ফারুক,মনছুর আলম,শাহাদাত হোসাইন,বশির উদ্দিন মাহমুদ,এইচ এম তারেকুল ইসলাম,মিজানুর রহমান,আমান উল্লাহ আমান।

এসময় সার্বিকভাবে পরিচালনার দায়িত্বে ছিল চকরিয়া-পেকুয়া ছাত্র ফোরাম সভাপতি আবু হাসনাত মোহাম্মদ তানভীর ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসাইন।

পরে দুপুরবেলা মধ্যাহ্ন ভোজের আয়োজন। এরপর আলোচনা সভা এবব সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে শেষ হয় মিলন মেলাটি।

এফএম/বাংলাবার্তা 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments