Friday, July 18, 2025
Homeশিক্ষাক্যাম্পাসচবিতে সামুদ্রিক বিজ্ঞান অনুষদের ম্যাগাজিন 'গেওয়া গরানের গল্প'

চবিতে সামুদ্রিক বিজ্ঞান অনুষদের ম্যাগাজিন ‘গেওয়া গরানের গল্প’

চবি প্রতিনিধিঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সামুদ্রিক বিজ্ঞান ও মাৎস্যবিজ্ঞান অনুষদের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রকাশনা ‘গেওয়া গরানের গল্প’ নামক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের সম্মেলন কক্ষে ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন সামুদ্রিক ও মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরিন আখতার।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের পরিচালক প্রফেসর ড. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উক্ত অনুষদের ওশানোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক এনামুল হক নীল, ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের সহযোগী অধ্যাপক আয়েশা আক্তার, সহকারী অধ্যাপক ফয়েজ মোহাম্মদ তাইমুর, সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী, সহকারী অধ্যাপক জুয়েল দাশ প্রমুখ।

মোড়ক উন্মোচন অনুুষ্ঠানের শুরুতে সুন্দরবন শিক্ষাসফর নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ম্যাগাজিন সম্পাদক সৃজন পাল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক জনাব এনামুল হক নীল। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফিশারিজ বিভাগের শিক্ষার্থী মু. ইদ্রিস খান মুরাদ।

অনুুষ্ঠানে ২০১৮ সালে MAP পরিচালিত ম্যানগ্রোভ ফটো কনটেস্টে শিক্ষার্থী দিবস দেবের একটি ছবি সেরা হিসেবে গন্য হওয়ায় উপাচার্য এর ভুয়সী প্রশংসা করেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের শিক্ষাসফরে যায় উক্ত অনুষদের শিক্ষার্থীরা। ৫-৯ মার্চ এই পাঁচদিন তারা হাতেকলমে সুন্দরবনের সামগ্রিক অবস্থা নিয়ে নানা ধরনের তথ্য সংগ্রহ করে। সেখানে পুরো জীববৈচিত্র্যের সরল-সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি জেলেদের জীবিকা নির্বাহ করার অবস্থা জানতে পারে। সে সামগ্রিক বিষয়কে কেন্দ্র করেই ‘গেওয়া গরানের গল্প’। ম্যাগাজিনে রয়েছে আরো অনেক ধরণের চমৎকার তথ্য। আছে নীল সমুদ্র অর্থনীতি বিষয়ক চমৎকার লেখনী।
উপস্থিত অতিথিরা ম্যাগাজিনের চমৎকার পরিবেশনার প্রশংসা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments