কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না’ চবিতে বিক্ষোভ

চবি প্রতিনিধিঃ

ভালোবাসা দিবসের নামে অশ্লীলতা প্রতিরোধে ভালোবাসা কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না, তা হবে না’ এই স্লোগান নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ সিঙ্গেল ঐক্য পরিষদ, চবি শাখা। ভালোবাসা দিবসকে ঘিরে নানা অনুষ্ঠানের মধ্যে এমন ব্যতিক্রমী বিক্ষোভ শিক্ষার্থীদের মাঝে চাঞ্চল্য সৃষ্টি করে।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ব ভালোবাসা দিবসের নামে অশ্লীলতা প্রতিরোধে বিক্ষোভ মিছিলটি শাহজালাল হল থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে প্রীতিলতার সামনে গিয়ে শেষ হয়।

এসময় মিছিলে অংশ নেয়া সিঙ্গেলরা ‘ভালোবাসা কেউ পাবে কেউ পাবে না- তা হবে না, তা হবে না’ ‘চবির মাটি সিঙ্গেলদের ঘাঁটি’ ‘একটা দুইটা মিঙ্গেল ধর, ধরে ধরে বস্তা ভর’ সহ নানা স্লোগানে ক্যাম্পাস প্রকম্পিত করে।

পরে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আমরা ভালোবাসা দিবসের বিপক্ষে নয়, তবে ভালোবাসা দিবসের নামে অশ্লীলতা আমরা পছন্দ করি না। এটি হচ্ছে পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন। আমরা ক্যাম্পাসে ভালোবাসা দিবসের নামে অশ্লীলতার বিরুদ্ধে লড়ছি। আমাদের ডাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব সিঙ্গেল এক হয়েছে। মূলত আমরা ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ক্যাম্পাসে সৃষ্ট অশ্লীলতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি।

এতে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি, জাহিদ তালুকদার, সোহান আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফাহিম খান, ইমরান মাহমুদ, ইখলাস বিন সুলতানসহ বিপুল সংখ্যক সিঙ্গেল শিক্ষার্থী।

বাংলাবার্তা/এমএম