নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাসের সংক্রমণের আশঙ্কায় বন্ধ করে দেওয়া পবিত্র কাবা শরীফের মাতাফের অংশটিকে আবারও তাওয়াফের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সীমিত আকারে তাওয়াফ চালু থাকবে।
মসজিদুল হারামের অফিসিয়াল ওয়েবসাইটের বরাত দিয়ে জিয়ো নিউজ উর্দূ এ তথ্য জানিয়েছে।
সূত্রমতে, কাবার চারপাশে একটি সুরক্ষা প্রাচীর তৈরি করা হয়েছে। যার মাধ্যমে তাওয়াফকারীদের কাবার কাছাকাছি যেতে দেয়া হবে না। এছাড়া করোনাভাইরাস প্রতিরোধে ২৩ শে মার্চ থেকে ২৩ দিনের জন্য আংশিক কারফিউ ঘোষণা করেছে সৌদি সরকার।
এর আগে ভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে করার জন্য কাবার মাতাফ খালি করা হয়েছিল। যার কারণে তাওয়াফের কাজ সাময়িকভাবে বন্ধ ছিল। সুরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে মসজিদুল হারাম এবং মসজিদে নববীর অভ্যন্তরীণ ও বহির্মুখী পুরো মসজিদে সাধারণ মানষের জমায়েতও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছিল।
গত ১৭ মার্চ থেকে মসজিদুল হারাম ও মসজিদে নববী বাদে সৌদি আরবের সব মসজিদে নামাজ পড়া বন্ধ ঘোষণ করা হয়েছে। তবে এ দুই পবিত্র মসজিদের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে সৌদি সরকার। যে কারণে এ দুই পবিত্র মসজিদে স্বল্প পরিসরে নামাজের জামাত হচ্ছে।
জানা গেছে, এখন পর্যন্ত সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৪৫৩ জন। এর মধ্যে আটজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এফএস/ এমএইচ/বাংলাবার্তা