এবার সবাইকে ছাড়িয়ে ট্যালেন্টপুল বৃত্তি পেলেন শামিম রাইয়ন তামিম

কাইছার হামিদঃ

চকরিয়া উপজেলার “জ্ঞানের আলো ছাত্র সংগঠন” উদ্যোগে আয়োজিত ‘মেধা বৃত্তি পরীক্ষা ১৯’ কৃতিত্ব লাভ করেন শামিম রাইয়ন তামিম। তার এ সাফল্যের পেছনে কাজ করেছেন তার বাবা। রাতদিন পরিশ্রম করেছেন ছেলে উপযুক্ত মেধাবী করতে। আজ যেন তামিমের বাবা সফল।

গত ২৯ নভেম্বর ”জ্ঞানের আলো ছাত্র সংগঠন” উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে
শামিম রাইয়ন তামিমকে সংবর্ধিত করা হয়।

জানা যায়, শামিম রাইয়ন তামিম
চকরিয়া উপজেলার বদরখালী লিটল জুয়েলস সবমায় স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র। তার বাবা মহেশখালী উপজেলার ইউনুছখালী নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার শামশুল আলম। তামিমের বাড়ী মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামের।

তার মাস্টার শামশুল আলম বলেন, ‘আমার ছেলের এমন সাফল্যের জন্য আমরা অত্যন্ত আনন্দিত। আমরা চাই সে আরো অনেক দূর এগিয়ে যাক। সেজন্য আপনাদের সবার নিকট দোয়া কামনা করছি।’