Sunday, November 16, 2025
Homeবিভাগজেলার খবরবিজয় দিবসে আশার আলো ক্লাবের ক্রিড়া অনুষ্ঠান উদযাপন

বিজয় দিবসে আশার আলো ক্লাবের ক্রিড়া অনুষ্ঠান উদযাপন

উপজেলা প্রতিনিধি:
পূর্বকান্দি আশার আলো ক্লাব কতৃর্ক মহান বিজয় দিবস উপলক্ষে এক ক্রিড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী ভিবিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করেন এলাকাবাসী।
 
বুধবার সকালে (১৬ ডিসেম্বর) লাল সবুজ নামে দুটি দলে বিভক্ত হয়ে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।পূর্বকান্দি আশার আলো ক্লাব মাঠে টসে জিতে ব্যাট করতে নামে লাল দল।
 
১৬ ওভারের খেলায় দলটি মাত্র আট উইকেট হারিয়ে ১২৬ রান তুলে নেয়। জবাবে সবুজ দল চার উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে।
 
প্রথমে ব্যাটিং করেন লাল দল। ১৬ ওভারে লাল দলের সংগ্রহে আসে (১২৬) রান। (১২৭) রানে লাল দল সবুজ দলকে চ্যালেঞ্জ জানায়
 
সর্বোচ্চ (৫৩) রান সংগ্রহ করেন সবুজ দলের ব্যাটসম্যান আমিনুল ইসলাম। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন আমিনুল ইসলাম।
এফএম/বাংলাবার্তা 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments