Thursday, November 13, 2025
Homeপ্রচ্ছদস্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান শিক্ষা উপমন্ত্রীর

স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান শিক্ষা উপমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার পদক্ষেপকে স্বাগত জানিয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা ধাপে ধাপে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। মেট্রোরেল, স্যাটেলাইটসহ তথ্যপ্রযুক্তির অভূতপূর্ব অগ্রগতি এখন দৃশ্যমান। তাই সবার প্রতি আহবান শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হই। আগামী নির্বাচনী নৌকার বিজয় সুনিশ্চিত করি।

চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাউন্সিলর নিলু নাগের উদ্যেগে সাবেক ছাত্রনেতা শিবু প্রসাদ চৌধুরীর সঞ্চালনায় শীতার্ত ও গরিব অসহায় মানুষকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় গোয়ালপাড়া ব্রজধাম মন্দির প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, তাপপ্রবাহের তারতম্যের কারণে অসহায়, গরিব শ্রেণির মানুষ শীতে কষ্ট পাচ্ছে। মানুষ তো মানুষেরই জন্য। তাই এ সময়ে আসুন আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই। নিজ নিজ জায়গা থেকে সবাই এগিয়ে আসি।

বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম চৌধুরী হোসেন চৌধুরী বাবুল, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, এনায়েত বাজার আওয়ামী লীগ নেতা মানিক ঘোষ, বিপু ঘোষ বিলু, রিটু দাশ বাবলু, নগর শ্রমিক লীগ নেতা জসিম উদ্দিন, সুজিত ঘোষ, দিপু নাথ, রতন ঘোষ, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আশিকুননবী চৌধুরী, মহিলা আওয়ামী লীগের দেবিকা ঘোষ, শিমুল দাশ, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম, আনোয়ার পলাশ, শুভ দত্ত প্রমুখ।

উপস্থিত ছিলেন সাবেক নগর যুবলীগ নেতা সাবেতুর রহমান রুমেল, গোপাল ঘোষ, আশীষ চক্রবতী বাচ্চু, সুনীল দাশ, অজয় দাশ, মো. কামাল হোসেন, মোরশেদ আলম, একে মাসুদ, মো. দেলোয়ার, তোফাজ্জল হোসেন জিকু, কামরুল হাসান, আবু তাহের রানা, ইসলামিষা কলেজ ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান, ইসলামিয়া কলেজের জিএস সৈয়দ ইবনে জামান ডায়মন্ড, সাধারণ সম্পাদক মো. ইমতিয়াজ, মো. রুবেল, ইসমাইল সাকিব, অন্তর হোড়, টুটল দাশ, জাহিদ হাসান সাইমুন, রিপন ঘোষ, হাসমত আতিক, আজহার মুন্না, ইমরান হোসেন সাজেন, এম ইউ সোহেল, ইয়াছির আরাফাত রিকু, মো. তামিম, গোবিন্দ দত্ত, শৌরভ চৌধুরী বাহাদুর প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments