Thursday, November 13, 2025
Homeবিভাগজেলার খবরইউনানী'র ইফতার ও আলোচনা সভা

ইউনানী’র ইফতার ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এসোসিয়েশন নোয়াখালী জেলা শাখার উদ্যোগে “আল-হেলাল সোস্যাল ডক্টরস ডেভেলপমেন্ট অর্গানাজেশন (এএসডিডিও) এর সার্বিক সহযোগিতায় ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৫ এপ্রিল বিকাল ৩টায় কোম্পানীগঞ্জ প্যারামেডিক্যাল ইনস্টিটিউট অফিস কক্ষে এ আয়োজন করা হয়।

বিইউএমএ’র জেলা  সভাপতি হাকীম মাইন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাকীম আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক হাকীম শাহ আলম ভূঁইয়া, কবিরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহুরুল হক জহির, বিইউএমএ’র নোয়াখালী জেলা সাধারণ সম্পাদক  ন্যাচারালিষ্ট এমএ আল-হেলাল।

আলোচনায় বক্তারা দেশের জনস্বাস্থ্যের প্রেক্ষাপটে সঠিক মানের ইউনানী তথা হারবাল চিকিৎসা পদ্ধতি যুগোপযোগী এবং অধিক নিরাপদ বলে মন্তব্য করেন।ভেজাল ও কেমিক্যালমুক্ত ন্যাচারাল ফুড সাপ্লিমেন্ট ও ঔষধের মাধ্যমে রোগ পীড়িত মানুষের সুস্বাস্থ্য ফিরিয়ে আনা এবং সুস্থ মানুষের সু-স্বাস্থ্য বহাল রাখার নিরাপদ পদ্ধতির বলে উল্লেখ করেন তারা ।

এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments