
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
নিখোঁজের ২১ দিন পেরিয়ে গেলেও এখনো সন্ধান মিলেনি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বিধবা সাহানাজ বেগমের। শাহানাজ বেগম উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর গ্রামের মৃত হাফিজউদ্দিন বেপারীর মেয়ে ও বালুচর ইউনিয়নের মোল্লাকান্দী গ্রামের মৃত সফিকুল ইসলাম বাউলের স্ত্রী।
সাহানাজ বেগমের স্বামী সফিকুল ইসলাম বাউল উপজেলার লতব্দী ইউনিয়নের রামারন্দন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত অবস্থায় গত বছরের ২৭ অক্টোবর ২০১৯ ইং তারিখে মৃত্যূ বরন করেন । সাহানাজ বেগমের স্বামী মৃত্যূর পূর্বে জমি কেনার জন্য তার দুই ভাই সাত্তার ও মুক্তারের নিকট ১০ লক্ষ টাকা রেখে গিয়েছিলেন। স্বামীর রেখে যাওয়া টাকা চাইতে গেলে বাসুর মুক্তার,দেবর সাত্তার, ননদ মনোয়ারা বেগমসহ বেশ কয়েকজন মিলে সাহানাজ কে মারধর করেন। পরে নির্যাতিতা সাহানাজ বেগম সিরাজদিখান থানায় ২টি লিখিত অভিযোগ করেন। থানায় অভিযোগের পর থেকেই সাহানাজ বেগম নিখোঁজ রয়েছেন।
থানায় অভিযোগ করার কারনে শ্বশুর বাড়ির লোকজন বিভিন্ন ভাবে সাহানাজ কে হুমকি দিয়ে আসছিলেন বলে জানান সাহানাজ বেগমের বড় ভাই মো. মোক্তার হোসেন। নিখোঁজের বিষয়ে মো. মোক্তার হোসেন গত ২৭ জুন সিরাজদিখান থানায় একটি সাধারণ ডায়েরি করেন যাহার নং ৮১৪।
এবিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো: ফরিদউদ্দিন জানান তাদের পারিবারিক ঝামেলা রয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে খতিয়ে দেখছি এবং সাহানাজ কে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে ।
এমডি/এমএইচ/বাংলাবার্তা