পানের বরজ উচ্ছেদ করে নার্সারি করতে চায় বনবিভাগ : জনমনে ক্ষোভ

190

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ মহেশখালীর শাপলাপুরের বিট রেঞ্জের জেএমঘাট নয়াপাড়ায় দরিদ্র গিয়াস উদ্দিন, জসিম উদ্দিন ও নেজাম উদ্দিনের পানের বরজের জমি দখলে নিতে কথিত উচ্ছেদ অভিযানে নেমেছে মহেশখালী রেঞ্জ।কোন প্রকার পূর্ব সতর্কবার্তা ছাড়াই টাঙিয়ে দেয় লাল পতাকা।

এঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী এবং যে কোন মুহুর্তে ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা।

জানা যায়, গত ৪ সেপ্টেম্বর বিকাল ৩ টার সময় কোনরকম পূর্ব নোটিশ ছাড়া তাদের একমাত্র সহায়-সম্বল পানের বরজের জমি যা বহু বছর ধরে চাষাবাদ করে আসছে ভুক্তভোগীরা সেই জমি দখল করে নার্সারি করার নামে লাল পতকা টাঙিয়ে দিয়ে আসে।
 
এর আগে ঠিক একইভাবে গত ৩১ জুলাই উপজেলার হোয়ানকে পানের বরজ উচ্ছেদ অভিযান করতে গিয়ে গ্রামবাসীদের সাথে সংঘর্ষে নিহত হয় মহেশখালীর সহকারী রেঞ্জ কর্মকর্তা ইউসুফ উদ্দীন।
 
স্থানীয়রা মনে করছেন ফরেস্ট অফিসের অসাধু কর্মকর্তারা পাহাড়ে বসবাস করা অসহায় সাধারণ মানুষের উপর নানা ধরণের হয়রানি ও মিথ্যা মামলা দিয়ে জিম্মি করে রেখেছে।
এবিষয়ে ভূক্তভোগী জসিম উদ্দিন জানান, আমার পৈতৃক আমল থেকে এই জায়গা চাষাবাদ করে আসছি। যা আমাদের একমাত্র আয়-রোজগার করার পথ। এই পানের বরজে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করেছি। আর এখন কোন কথা-বার্তা আর নোটিস ছাড়া লাল পতাকা টাঙিয়ে দিয়ে আমাদের পান বরজ উচ্ছেদ করার চেষ্টা করতেছে। এ ব্যাপারে আমরা মাননীয় চেয়ারম্যান ও এমপি মহোদয়ের হস্তক্ষেপ কামনা করি।
 
বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি মেম্বার আব্দু সালাম জানান, তারা খুবই অসহায় ও দরিদ্র। সেই জমি ছাড়া ওরা তিন ভাইয়ের আর কোন জায়গা নেই।তারা সেই জমি চাষাবাদ করে কোন রকম সংসার চালায়। এই জমিটুকু বন বিভাগ কেড়ে নিলে তাদের পথে বসা ছাড়া আর কোন উপায় থাকবে না। বন-বিভাগের নার্সারি করার জন্য অহরহ খালি জায়গা পড়ে আছে তা নিয়ে চিন্তা ভাবনা করার অনুরোধও জানান তিনি।
 
শাপলাপুরের বিট কর্মকর্তা রাজিব ইব্রাহীম কাছে জানতে চাইলে তিনি বলেন, ”প্রতি বছর চারা রোপন করার জন্য যাতায়ত, পানি সুবিধা ও রাস্তার পাশে হওয়ায় এই জায়গায় নার্সারি করার জন্য নির্বাচন করেছি।”
 
মহেশখালী উপজেলা রেঞ্জ কর্মকর্তা অভিজিৎ কুমার বড়ুয়া বলেন, ”নার্সারি করার জন্য ঐ জায়গা নির্বাচন করা হয়েছে। আমরা ১লক্ষ চারা গাছের জন্য যতটুকু জায়গা দরকার তা নিব। পাহাড়ে চাষাবাদ বিহীন একাধিক খালি জায়গা থাকতে এ জায়গা কেন সিলেক্ট করা হয়েছে জানতে চাইলে পরে জানাবে বলে এড়িয়ে যান।”
এফএম/বাংলাবার্তা