ইবি প্রতিনিধি:
“ছাত্র কল্যাণই আমাদের অঙ্গীকার” স্লোগান কে সামনে রেখে সাড়া বাংলাদেশের বিভিন্ন এলাকার পিছিয়ে পরা ছাত্রদের এগিয়ে নিয়ে যাওয়া এবং বিভিন্ন সমস্যায় জর্জরিত ছাত্রদের সহায়তা করার লক্ষে গঠিত হয়েছে “বাংলাদেশ ছাত্রকল্যাণ ফেডারেশন “।
গত ২০ অক্টোবর বাংলাদেশ ছাত্র কল্যাণ ফেডারেশন ইবি শাখার দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করে কেন্দ্রীয় সংসদ।
তারই ধারাবাহিকতায় (৩১ অক্টোবর) শনিবার ৪১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় সংসদ। পূর্নাঙ্গ কমিটিতে সভাপতি করা হয়েছে ২য় বর্ষের শিক্ষার্থী পল্লব আহমেদ সিয়ামকে এবং একই বর্ষের শাহরিয়ার শুভকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
৪১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি: আহসানুর রহমান রিহাদ, কবিরুল ইসলাম কবির, শেখ রাহাত মুন্না, অমীয় শাহ। যুগ্ম-সম্পাদক: কামাল হোসেন, ইজাজ আহমেদ, মানিক হোসেন, আহসানুর রহমান। সাংগঠনিক সম্পাদক: সাব্বির আহমেদ, আসাদুজ্জামান, হাবিব রায়হান, সালমান ফারসি। দপ্তর সম্পাদক: শাহিন আলম, উপ-দপ্তর সম্পাদক: আশিক আহমেদ।প্রচার সম্পাদক: আলআমিন, উপ-প্রচার সম্পাদক: তানভীর আল যুবায়ের। নারী বিষয়ক সম্পাদক: জান্নাত-ঈ কাউনাইন মাকনুন, উপ-নারী বিষয়ক সম্পাদক: তাজমিন খান। অর্থ বিষয়ক সম্পাদক: রেদওয়ানুল ইসলাম, উপ-অর্থ বিষয়ক সম্পাদক: আব্দুর রাকিব। আইন বিষয়ক সম্পাদক: মাহাদী হাসান সৌরভ, উপ- আইন বিষয়ক সম্পাদক: আহসানউল্লাহ চৌধুরী। ধর্ম বিষয়ক সম্পাদক: আব্দুল হাদী সাগর, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক: হাসানুল বান্না অলি। মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক: এইচ এম রয়েল, ক্রিয়া সম্পাদক: রায়হান ইসলাম টিপু। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মহিউদ্দিন মোবারক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মেজবাহ আহমেদ। আপ্যায়ন বিষয়ক সম্পাদক: সিবগাতুল্লাহ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: নাজমুল হোসেন। গবেষণা ও কর্মসূচি বিষয়ক সম্পাদক: মেহেদী হাসান আরিফ, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক: সঞ্জয় সরকার। সহ-সম্পাদক: ফাহিম মুসাদ্দিক, মুজাহিদ, হুজ্জাতুল ভূইয়া, রাজিব আহমেদ। সদস্য: আসিফ মজুমদার, লাবিবুল হাসান, শুভ্র ভৌমিক।
বাংলাদেশ ছাত্র কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি কেফায়েতুল্লাহ প্রিয় এবং সাধারণ সম্পাদক ফাতেমা-তুজ-জোহরা নয়ন মনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বাংলাদেশ ছাত্র কল্যাণ ফেডারেশন বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত, স্বাধীনতার স্বপক্ষে বাংলাদেশের বৃহৎ অরাজনৈতিক, অলাভজনক এবং জনকল্যাণমুলক ছাত্র সংগঠন। প্রতিষ্ঠানটি বাংলাদেশের সকল শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতির বন্ধন তৈরি ও শিক্ষার্থীদের সুবিধা ও অসুবিধা নিয়ে কাজ করে।
এফএম/বাংলাবার্তা