দুর্নীতির দায়ে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ১০ বছর কারাদণ্ড

58
আন্তর্জাতিক ডেস্ক:
 
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক রাষ্ট্রীয় তহবিল থেকে ওয়ানএমবিডি প্রকল্পের নামে বহু মিলিয়ন ডলার আত্মসাৎ করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। মঙ্গলবার প্রথম বিচারে দুর্নীতির জন্য তিনি দোষী সাব্যস্ত হন।
 
এই বিচার সম্পর্কে কুয়ালালামপুর হাইকোর্টের বিচারক মোহাম্মাদ নাজলান গাজালী বলেন, “এই বিচারের সমস্ত প্রমাণ বিবেচনা করার পরে, আমি দেখতে পেয়েছি যে প্রসিকিউটশন সফলভাবে তার মামলাটিকে সন্দেহের বাইরে প্রমাণ করতে পেরেছে। সাবেক মালয়েশিয়া প্রধানমন্ত্রী অবৈধভাবে প্রায় ১০ কোটি ডলার প্রাপ্তির জন্য তিনটি অপরাধে বিশ্বাস লঙ্ঘনের অভিযোগে এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে আদালত তাকে দশ বছরের কারাদন্ডে দন্ডিত করেছে।
 
তবে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজিব রাজাক বলেছেন যে তিনি ফেডারেল আদালতে যে কোনও সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবেন । তার আইনজীবীরা সাজা দেওয়ার ক্ষেত্রে বিলম্ব চেয়েছিলেন।
 
প্রাক্তন ওয়ানএমডিবি প্রকল্প থেকে অবৈধভাবে প্রায় ১০ কোটি ডলার হাতিয়ে নেয়ারব অভিযোগে নাজিবের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, অর্থ পাচার এবং ক্ষমতার অপব্যবহারের সাতটি অভিযোগ দায়ের করা হয়েছিল। সে দোষী নয় বলে মিনতি করেছিল।
 
তবেপ্রসিকিউটররা বলছেন যে ওয়ানএমডিবি তহবিলের ১০ কোটি ডলারের বেশি তার ব্যক্তিগত অ্যাকাউন্টে প্রবেশ করিয়েছিল – যার উপরে তাকে মোট ৪২ টি ফৌজদারি অভিযোগের মুখোমুখি হতে হয়েছে।
এসএস/এমএইচ/বাংলাবার্তা