Sunday, November 16, 2025
Homeশিক্ষাক্যাম্পাসচবি মেডিকেলে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা দিলো সূফি মিজান ফাউন্ডেশন

চবি মেডিকেলে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা দিলো সূফি মিজান ফাউন্ডেশন

ক্যাম্পাস প্রতিবেদক:
মানবিক সংগঠন ‘এসো মানুষের জন্য কিছু করি’ এর উদ্যাগে সূফি মিজান ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য চবি মেডিকেল সেন্টারে একটি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা (এইচএসএনটি) দেওয়া হয়েছে। চবি উপাচার্যের পক্ষে এ ন্যাজাল ক্যানুলা গ্রহণ করেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান।
এ সময় সূফি মিজান ফাউন্ডশনের প্রধান সমন্বয়কারী খোরশেদ আলী চৌধুরী, এসো মানুষের জন্য কিছু করি এর উদ্যোক্তা চবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও চবি অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট রেজাউল করিম, চীফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. আবু তৈয়ব, ডা. আইরিন পারভীন এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
 
এ সময় চবি রেজিস্ট্রার চবি উপাচার্যের পক্ষ থেকে সূফি মিজান ফাউন্ডশন ও পিএইচপি ফ্যামেলির পরিচালক আলী হোসেন সোহাগ এবং ’এসো মানুষের জন্য কিছু কর ‘ এর উদ্যোক্তাকে ধন্যবাদ জানান।
 
এছাড়া পিএইচপি ফ্যামেলীর অর্থায়নে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে চবি বিজ্ঞান অনুষদের সামনে একটি বিশাল মসজিদ নির্মাণের কাজ চলছে।
এসএস/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments